আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে জিতে আইসিসি ওয়ানডে সুপার লিগে আরও ১০ পয়েন্ট অর্জন করেছে বাংলাদেশ। সিরিজে আর একটি ম্যাচ জিতলেই বাংলাদেশ ওয়ানডে সুপার লিগের শীর্ষস্থান দখল করবে।

আগামী বিশ্বকাপে কোয়ালিফাইয়ের ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে ওয়ানডে সুপার লিগ। বর্তমানে সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে ইংল্যান্ড। বাংলাদেশ আছে দ্বিতীয় স্থানে।
Advertisment
বাংলাদেশ ও ইংল্যান্ড দুটি দলই সমান ৯টি করে ম্যাচ জিতেছে। তবে একটি পরিত্যক্ত ম্যাচ থেকে ইংল্যান্ডের আছে বাড়তি ৫ পয়েন্ট। ১৫ ম্যাচ খেলা ইংল্যান্ডকে নিজেদের চতুর্দশ ম্যাচেই টপকে যাওয়ার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। চলতি সিরিজে আর একটি ম্যাচ জিতলেই বাংলাদেশ উঠে যাবে শীর্ষে, ইংল্যান্ড নেমে যাবে দ্বিতীয় স্থানে।
একনজরে দেখে নেওয়া যাক ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিল (শীর্ষ ১০)
অবস্থান অনুযায়ী ক্রমিক | দল | ম্যাচ | জয় | পরাজয় | পয়েন্ট | রান রেট |
১ | ইংল্যান্ড | ১৫ | ৯ | ৫ | ৯৫ | ০.৮৩৮ |
২ | বাংলাদেশ | ১৩ | ৯ | ৪ | ৯০ | ০.৩১১ |
৩ | ভারত | ১২ | ৮ | ৪ | ৭৯ | ০.৪১৬ |
৪ | আয়ারল্যান্ড | ১৮ | ৬ | ১০ | ৬৮ | -০.৩৫৫ |
৫ | শ্রীলঙ্কা | ১৮ | ৬ | ১১ | ৬২ | -০.০৩১ |
৬ | আফগানিস্তান | ৭ | ৬ | ১ | ৬০ | ০.৬৪৭ |
৭ | অস্ট্রেলিয়া | ৯ | ৬ | ৩ | ৬০ | ০.৬৩৩ |
৮ | ওয়েস্ট ইন্ডিজ | ১৫ | ৫ | ১০ | ৫০ | -০.৯৭২ |
৯ | পাকিস্তান | ৯ | ৪ | ৫ | ৪০ | -০.২৩৬ |
১০ | দক্ষিণ আফ্রিকা | ১০ | ৩ | ৫ | ৩৯ | -০.০২৬ |
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।