প্রেস বিজ্ঞপ্তি: জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে প্রেসক্লাব যশোর। এক বিবৃতিতে নেতৃবৃন্দ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
একই সঙ্গে ওসমান হাদির হত্যাকে কেন্দ্র করে ডেইলি স্টার ও প্রথম আলো অফিসে ভাঙচুর-অগ্নিসংযোগ এবং ডেইলি নিউএইজ সম্পাদক নুরুল কবীরের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। বিবৃতিতে বলা হয়, গণমাধ্যমে হামলা ও সহিংসতা গণতন্ত্রের পরিপন্থী এবং এটি জুলাই গণঅভ্যুত্থানের চেতনার বিরোধী।
প্রেসক্লাব নেতৃবৃন্দ হিংসা ও প্রতিহিংসার রাজনীতি পরিহার করে সৌহার্দ্য ও সহাবস্থানের আহ্বান জানান এবং সুযোগসন্ধানী চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সরকারের নিরপেক্ষ ভূমিকা দাবি করেন।
অপর এক বিবৃতিতে খুলনার ডুমুরিয়া উপজেলার শলুয়া প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এমদাদুল হক হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়।


