ওসমানীনগরে তাজপুর ইউনিয়ন জামায়াতের অফিস উদ্বোধন

ওসমানীনগরে তাজপুর ইউনিয়ন জামায়াতের অফিস উদ্বোধন

ওসমানীনগরে তাজপুর ইউনিয়ন জামায়াতের অফিস উদ্বোধন

ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়ন জামায়াতের অফিস উদ্বোধন করলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সিলেট -২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে উপজেলার তাজপুর ইউনিয়নস্থ কাশিপাড়া রোডে মনসুর ম্যানশনে প্রধান অতিথি হিসেবে এ অফিসের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন তিনি।

ইউনিয়ন আমীর জাহেদ আহমদের সভাপতিত্ব ও সহকারী সেক্রেটারি আব্দুল আলিমের পরিচালনায় এ উপলক্ষে এক আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামিক ফোরাম ইউরোপের সাবেক কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান জিলু, উপজেলা জামায়াতের আমীর সোহরাব আলী, প্রবাসী কমিউনিটি নেতা শাহ নেছাওর আলী, উপজেলা নায়েবে আমীর রেজুয়ানুর রহমান চৌধুরী শাহীন, সেক্রেটারি আনহার আহমদ, সহকারী সেক্রেটারি সাফির আহমদ, আব্দুল মু’মিন।

উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি রেদওয়ান খান, ইসলামী সমাজকল্যাণ পরিষদ ওসমানীনগরের সভাপতি মোঃ আনোয়ার হোসেন, উপজেলা যুব বিভাগের সভাপতি সুলতান আহমদ, উপজেলা উত্তর ছাত্রশিবিরের সভাপতি লতিফুর রহমান, আমেরিকা প্রবাসী সাবেক ছাত্রনেতা পাপ্পু খান, যুক্তরাজ্য প্রবাসী রুহেল আহমদ, পশ্চিম পৈলনপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মুজিবুর রহমান, তাজপুর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি গোলাম হায়দার, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি শাহ লোকমান হোসাইন প্রমুখ।

Explore More Districts