ওড়না বা হিজাব পরে খেলার কোনো সুযোগ নেই – DesheBideshe

ওড়না বা হিজাব পরে খেলার কোনো সুযোগ নেই – DesheBideshe



ওড়না বা হিজাব পরে খেলার কোনো সুযোগ নেই – DesheBideshe

ঢাকা, ০৯ মে – ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা সম্প্রতি সেলিব্রিটিদের নিয়ে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’ (সিসিএল)-এ অংশ নিয়েছেন। খেলা ও খেলোয়াড়দের প্রতি সামাজিক প্রতিক্রিয়া নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতা তুলে ধরেছেন তিনি।

তাসনুভা তিশা বলেন, ‘আমরা যারা মেয়েরা খেলছি, আমাদের নিয়ে অনেক সময় খুবই অপমানজনকভাবে প্রতিবেদন প্রকাশ করা হয়। ইউটিউব বা অন্য মাধ্যমে খেলার পারফরম্যান্সের চেয়ে পোশাক নিয়ে আলোচনা বেশি হয়। কে কী পরল, কতটুকু পরল—এসব নিয়ে মন্তব্য করে আমাদের অসম্মান করা হয়। এসব প্রতিবেদনে এমনভাবে উপস্থাপন করা হয় যেন আমরা খেলতে আসিনি, এসেছি শুধু পোশাক প্রদর্শনের জন্য।’

তিনি বলেন, ‘আমি নিজেই এই ধরনের পরিস্থিতির শিকার হয়েছি। মানুষ আমাদের ব্যক্তিজীবন নিয়ে আগ্রহী, এটা স্বাভাবিক। কিন্তু আমাদের দেশে বলিউডের মতো পাপারাজ্জি সংস্কৃতি নেই। তার বদলে যা হয়, তা হলো হয়রানি। আমাদের অজান্তেই ভিডিও করে সামাজিক মাধ্যমে ছেড়ে দেওয়া হয়, যা নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়। আর এই কারণেই আমরা সামাজিকভাবে ভুগি। কারণ আমাদের পরিবার আছে, তারা এসব দেখে, পড়ে এবং পরে আমাদের কাছেই প্রশ্নের উত্তর চায়।’

পোশাক বিতর্ক প্রসঙ্গে তিশা বলেন, ‘অনেকে আবার বলেন—‘ঠিকমতো পোশাক পরলেই তো হয়।’ কিন্তু সেটা করলেও কমেন্ট থেমে থাকে না। শাড়ি পরলেও কথা হয়, আবার ওড়না পরলেও ছাড় নেই। আসলে কী পরব বুঝে উঠতে পারি না। খেলা তো খেলা, সেটা ছেলে-মেয়ে নির্বিশেষে সবার জন্যই এক। কিন্তু বাস্তবতা হলো, খেলতে গিয়ে ওড়না বা হিজাব পরে মাঠে নামার কোনো বাস্তব সুযোগই নেই।’

তিনি আরও বলেন, ‘আমরা চেষ্টা করি যেন অপ্রয়োজনীয় বিতর্কে না জড়াই। কারণ এসব বিতর্কের কোনো শেষ নেই। আবার যে মেয়েটা বোরকা পরে আসে, তাকেও অনেকে কটাক্ষ করে। শালীন পোশাকেও মানুষ বাজে মন্তব্য করতে ছাড়ে না। ফলে বোঝা কঠিন—কোনটা দৃষ্টিকটু আর কোনটা নয়।’

তাসনুভা তিশা তার ব্যক্তিগত পছন্দ সম্পর্কে বলেন, ‘আমার ঢোলা টি-শার্ট ভালো লাগে, টাইট ফিটিং পছন্দ নয়। এটা আমার ব্যক্তিগত পছন্দ—এটা আমার চরিত্র, শিক্ষা বা জ্ঞানের মানদণ্ড নয়।’

অভিনেত্রী মনে করেন, সমাজে নারীদের পোশাক নিয়ে অনাকাঙ্ক্ষিত দৃষ্টিভঙ্গি এখনো তীব্র, যা শুধু তাদের ব্যক্তিগত জীবন নয়, পেশাগত পরিসরেও প্রভাব ফেলে।

আইএ/ ০৯ মে ২০২৫



Explore More Districts