ওএমএসের চাল কালো বাজারে বিক্রি; ছাত্রদল নেতার লাইসেন্স বাতিল – Habiganj News

ওএমএসের চাল কালো বাজারে বিক্রি; ছাত্রদল নেতার লাইসেন্স বাতিল – Habiganj News

হবিগঞ্জের বানিয়াচংয়ে গরীবের চাল কালো বাজারে বিক্রির করতে গিয়ে এমদাদুল ইসলাম রকি (৩৪) নামে এক ছাত্রদল নেতা সেনাবাহিনীর হাতে চালসহ ধরাশায়ী হয়েছে।

সে বানিয়াচং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ও দাশপাড়া গ্রামের মোঃ নুরুল ইসলাম মিয়ার ছেলে।

ঘটনাটি ঘটেছে সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে বানিয়াচং সদরের বড়বাজারে। ল্যান্স কর্পোরাল শামীম এবং সৈনিক সিরাজের তথ্যের ভিত্তিতে বানিয়াচং উপজেলার ১নং ইউনিয়নের ওএমএসের চালের ডিলার এমদাদুল ইসলাম রকি বানিয়াচং বড়বাজার আইএফআইসি ব্যাংক সংলগ্ন একটি দোকানে ৩০ টাকা কেজি দরে ওএমএসের চাল গরিব অসহায় লোকদের মাঝে গত ৩ দিন যাবত বিক্রি করে আসছিল।

ওএমএস এর চাল গরিব অসহায় মানুষকে না দিয়ে বেশি দামে বাজারে বিক্রি করে দেয়া হচ্ছিল। খবর পেয়ে ওএমএসের ৫০ কেজির ০৫ পাঁচ বস্তা মোট ২৫০ কেজি চাল বিক্রির সময় হাতে নাতে জানু মিয়া নামের এক ব্যক্তিকে আটক করা হয় ।

উল্লেখিত ঘটনার পরিপ্রেক্ষিতে ওএমএসের চাল বিক্রির অপরাধে এমদাদুল ইসলাম রকিকে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম মোবাইল কোর্ট পরিচালনা করে ওএমএসের ডিলারের লাইসেন্স বাতিল ও নগদ ০১ (এক) লক্ষ টাকা জরিমানা ও জামানতের ২০ হাজার টাকা বাজেয়াপ্ত করেন।

Explore More Districts