নেত্রকোনার কলমাকান্দায় জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন এর উদ্যোগে ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস পালিত হয়েছে। গতকাল সোমবার ১০ টার দিকে প্রথমে নাজিরপুর স্মৃতিসৌধ পরে ১২ টার দিকে লেংগুরার সীমান্ত সাত শহীদের সমাধীস্থলে শহীদদের প্রতি পুস্পস্তপক অর্পন, দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন, নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য মানু মজুমদার। উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান, জেলা পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সী, ইউএনও মো. সোহেল রানা, এসিলেন্ট অমিত রায়, সহকারী পুলিশ সুপার শারমীন সুলতানা নেলী, নেত্রকোনা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল আমীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি চন্দন বিশ্বাস, কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ আব্দুল আহাদ খান, উপজেলা যুগলীগের সভাপতি মিজানুর রহমান ও সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস প্রমুখ।
উল্লেখ্য, ১৯৭১ সালের (২৬ জুলাই) এই দিনে উপজেলার নাজিরপুরে পাকিস্তানি বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের সম্মুখযুদ্ধ হয়। এতে সাত মুক্তিযোদ্ধা শহীদ হন। শহীদ মুক্তিযোদ্ধারা হলেন, নেত্রকোনার আবদুল আজিজ ও মো. ফজলুল হক, ময়মনসিংহের মুক্তাগাছার মো. ইয়ার মামুদ, ভবতোষ চন্দ্র দাস, মো. নূরুজ্জামান, দ্বিজেন্দ্র চন্দ্র বিশ্বাস ও জামালপুরের মো. জামাল উদ্দিন। প্রতিবছর এই দিনটিকে যথাযথ মর্যাদায় পালন করা হয়। তবে এবছর করোনা ভাইরাস সংক্রমণ ও কঠোর লকডাউনের কারণে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে পালন করা হয়।