এ্যাড.কাজী ফকুর ৬১তম জম্মদিন পালিত

এ্যাড.কাজী ফকুর ৬১তম জম্মদিন পালিত

এ্যাড.কাজী ফকুর ৬১তম জম্মদিন পালিত

৬১ বছরে পা দিলেন সাপ্তাহিক অবিরাম পত্রিকার উপদেষ্টা সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক ও রাজনীতিক এ্যাডভোকেট কাজী আমিরুল ইসলাম ফকু।

শনিবার সাপ্তাহিক অবিরাম পরিবারের আয়োজনে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে ও কেক কেটে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে কাজী আমিরুল ইসলাম ফকুকে জম্মদিনের শুভেচ্ছা জানানো হয়। এর আগে কাজী ফকুর দীর্ঘায়ু,সুস্থতা ও উত্তরোত্তর সাফল্যে কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা সাইফুল ইসলাম। কেক কেটে ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর সময় কাজী ফকুর দীর্ঘদিনের সহকর্মী ও শুভানুধায়ীদের মধ্যে উপস্থিত ছিলেন সাপ্তাহিক অবিরাম পত্রিকার সম্পাদক ও প্রকাশক হারুন-অর-রশিদ বাদল, গাইবান্ধা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আবেদুর রহমান স্বপন, সাপ্তাহিক অবিরাম পত্রিকার নির্বাহী সম্পাদক আবুল কালাম আজাদ, স্টাফ রিপোর্টার সালাউদ্দিন কাশেম, মাযহারুল ইসলাম বিপ্লব, শামছুর রহমান হৃদয়,গাইবান্ধা শহর বিএনপির আহবায়ক শহীদুজ্জামান শহীদ,সাপ্তাহিক গাইবান্ধার বুকে পত্রিকার সম্পাদক ও প্রকাশক শামছুজ্জোহা, পদক্ষেপ এর উপদেষ্টা আশরাফুল আলম জুয়েল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বিপুল কুমার দাস,জেলা শ্রমিকদলের সহ-সভাপতি তাজুল ইসলাম,যুগ্ম সম্পাদক আব্দুল মান্নাফ সরকার, শাহজাদা মিয়া, কুদ্দস মোড়ল,অগ্রণী ব্যাংক সিবিএর সাবেক সাধারন সম্পাদক শোয়েব আলী খান, অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা মশিউর রহমান, সোনালী ব্যাংক সিবিএর সাবেক সাধারন সম্পাদক মাহবুব আলম,জনতা ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা নয়ন,সাংবাদিক ফজলে রাব্বী, ফটো সাংবাদিক রিফাতুন্নবী রিফাত,নাট্য শিল্পি জাহিদ,সোনালী ব্যাংকের অফিসার জিল্লুর রহমান চৌধুরী, আদর্শ শিক্ষালয়ের শিক্ষক লিমন সরকার,আজিজুর রহমান রাজু,মটর শ্রমিক নেতা আয়তাল হক প্রমূখ।

এ জাতীয় আরো খবর…

Explore More Districts