এসডব্লিউসিসি’র নব-নির্বাচিত পরিষদের অভিষেক অনুষ্ঠান বৃহস্পতিবার

এসডব্লিউসিসি’র নব-নির্বাচিত পরিষদের অভিষেক অনুষ্ঠান বৃহস্পতিবার

সিলেটে নারী উদ্যোক্তাদের সর্ববৃহত প্লাটফর্ম সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নির্বাচিত পরিচালনা পরিষদের অভিষেক অনুষ্ঠান বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) মেজরটিলাস্থ মানারা ফুড আইল্যান্ডের হলরুমে বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান সফল করার লক্ষ্যে গঠিত উপকমিটির উদ্যোগে ইতোমধ্যে একাধিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সিলেট উইমেন চেম্বারের সভাপতি লুবানা ইয়াছমিন শম্পা জানান, গেল ৭ সেপ্টেম্বর একটি উৎসবমুখর পরিবেশে ভোটারদের সরাসরি অংশগ্রহণের মধ্য দিয়ে প্রথমবারের মতো সিলেট উইমেন চেম্বার একটি নতুন পরিচালনা পরিষদ পেয়েছে। ফলে প্রথমবারের মতো নির্বাচিত এই পরিষদ নতুন সম্ভাবনায় যাত্রা করতে চায়। এই যাত্রায় চেম্বারের সকল উদ্যোক্তাদের সাথে নিয়ে পর্ষদের উদ্যোগে সিলেটের সূধীজনদের নিয়ে এই অভিষেক অনুষ্ঠান। তিনি অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।

Explore More Districts