এসএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্ম-হত্যা

এসএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্ম-হত্যা

চাঁদপুরের কচুয়ায় এসএসসি পরীক্ষায় গনিত বিষয়ে ফেল করায় মাহমুদা আক্তার নামের এক পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার উপজেলার চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে। ফলাফল প্রকাশের পরের দিন পরিবারের সদস্যদের অগোচরে ঘরের বৈদ্যুতিক পাখার সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয় ওই শিক্ষার্থী।

মাহমুদা আক্তার ওই গ্রামের আলী মিয়া মাস্টার বাড়ির প্রবাসী জসীম উদ্দীনের মেয়ে। সে চাঁদপুর এম এ খালেক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে থেকে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হিসাবে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল বলে জানা গেছে।

নিহতের আত্মীয়-স্বজন জানান, বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার ফলাফল বের হলে মাহমুদা আক্তার জানতে পারেন পরীক্ষায় এক বিষয়ে অকৃতকার্য হয়েছেন। শুক্রবার দুপুরে জুমার নামাজের সময় সকলের অগোচরে বসত ঘরে বৈদ্যুতিক পাখার সাথে গলায় ফাঁস দেয়। পরে বাড়ির লোকজন ঘরের জানালা দিয়ে মাহমুদা আক্তারকে ঝুলন্ত অবস্থা দেখতে পেয়ে ডাক চিৎকারে ঘরের দরজা ভেঙ্গে মাহমুদাকে বৈদ্যুতিক পাখার সাথে গলার ওড়না খুলে দেখতে পায়।

কচুয়া থানার ওসি তদন্ত মোহাম্মদ জিয়াউল হক সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর সরকারি মেডিকেল কলেজে মর্গে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেওয়া হচ্ছে।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,১১ জুলাই ২০২৫

Explore More Districts