এসএসসিতে ফেল করায় কক্সবাজারে কিশোরের আত্মহত্যা – দৈনিক আজাদী

এসএসসিতে ফেল করায় কক্সবাজারে কিশোরের আত্মহত্যা – দৈনিক আজাদী

কক্সবাজার সদর উপজেলা খুরুশ্কুল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের শীলপাড়ায় এসএসসি পরীক্ষায় ফেল করায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে প্রিয়তম রুদ্র (১৭) নামের এক কিশোর।

আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে তার নিজে এই ঘটনা ঘটে। নিহত কিশোর ওই এলাকায় কাঞ্চন রুদ্রের পুত্র।

কাঞ্চন রুদ্র বলেন, দুপুরে ফলাফল প্রকাশিত হওয়ার প্রিয়তম রুদ্র বাড়িতে জানায় সে দুই বিষয়ে ফেল করেছে। তারপর আমি তাকে বলি, অসুবিধা নেই আগামীতে পাশ করবে। এটা বলে আমি বাইরে চলে যাই এবং আমার স্ত্রী ও মেয়েও বাইরে ছিলো। কতক্ষণ পর আমি বাড়িতে এসে দেখি একটি কক্ষের দরজার বন্ধ। তখন সন্দেহ হলে বেড়ার টিন কেটে দেখি, প্রিয়তম একটি রশিতে ফ্যানের সাথে ঝুলছিলো। সাথে সাথে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসরা মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে জানতে চাইলে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইলিয়াছ খানা বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতন্তের জন্য মর্গে নেয়া হয়।

Explore More Districts