এসএসসিতে অকৃতকার্য কুমিল্লায় দুই শিক্ষার্থীর আত্ম-হত্যা

এসএসসিতে অকৃতকার্য কুমিল্লায় দুই শিক্ষার্থীর আত্ম-হত্যা

কুমিল্লায় এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর অকৃতকার্য হওয়ার খবর শুনে বুড়িচং ও দাউদকান্দিতে দুই শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। এর মধ্যে কুমিল্লার বুড়িচংয়ে প্রভা আক্তার নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করে।

বৃহস্পতিবার (১০ জুলাই) আড়াইটার দিকে নিজ বাড়িতে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহননের পথ বেছে নেয় সে। প্রভা উপজেলার ষোলনল ইউনিয়নের ইছাপুরা গ্রামের কাতার প্রবাসী মোস্তফা কামালের মেয়ে এবং উপজেলার ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, “আমরা খবর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটা আত্মহত্যা বলেই জানা যাচ্ছে। তদন্ত করে বিস্তারিত জানানো হবে।”

স্থানীয় সূত্র জানায়, প্রভা এ বছর ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। বৃহস্পতিবার ফলাফল ঘোষণার পর সে জানতে পারে, ২ বিষয়ে ফেল করেছে। এতে সে মানসিকভাবে ভেঙে পড়ে এবং একপর্যায়ে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

প্রভার দাদা জাহাঙ্গীর আলম জানান, ‘তার পিতা মোস্তাফা কামাল প্রবাসে থাকেন, মেয়ের মৃত্যুর খবর শুনে সে প্রবাস থেকে দেশে ফেরার প্রস্তুতি নিয়েছে।’
পরীক্ষা অকৃতকার্য শিক্ষার্থীর আত্মহনের বিষয়টিকে ‘দুঃখজনক’ আখ্যা দিয়ে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভির হোসেন বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।”

অপরদিকে, কুমিল্লার দাউদকান্দিতে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার খবর শুনে শ্রাবন্তি সরকার (১৭) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।বৃহস্পতিবার বিকেলে নিজ বাড়িতে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহননের পথ বেছে নেয় সে।

শ্রাবন্তি সরকার দাউদকান্দি পৌরসভার উত্তর সতানন্দি গ্রামের রতন সরকারের মেয়ে এবং দাউদকান্দি আর্দশ পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ।

শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জুনায়েত চৌধুরী বলেন, ঘটনাস্থল এবং গৌরীপুর হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটা আত্মহত্যা বলেই জানা যাচ্ছে। তদন্ত করে বিস্তারিত জানানো হবে।

প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল, ১১ জুলাই, ২০২৫

Explore More Districts