এবার ৫০টি ফুল গাছ রোপন করলেন স্কুল শিক্ষক নুরুল ইসলাম

এবার ৫০টি ফুল গাছ রোপন করলেন স্কুল শিক্ষক নুরুল ইসলাম

এবার ৫০টি ফুল গাছ রোপন করলেন স্কুল শিক্ষক নুরুল ইসলাম

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের পরিবেশ রক্ষা ও শহরের সৌন্দর্য বাড়াতে ব্যক্তিগত উদ্যোগে দীর্ঘদিন ধরে বৃক্ষ রোপন করে আসছেন ফরিদপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের রসায়ন বিভাগের সিনিয়র শিক্ষক বৃক্ষ প্রেমিক মো: নুরুল ইসলাম ওরফে নুরুল স্যার। ফরিদপুর শহরের সৌন্দর্য বাড়াতে আজ শনিবার সকালে অতিরিক্ত পুলিশ সুপারের বাসভবনের পাশে মুজিব সড়কে ৫০টি জবা ফুল গাছ রোপন করেন তিনি।

এর আগে শিক্ষক মো: নুরুল ইসলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ও অনুপ্রেরনায় পরিবেশ রক্ষা, বর্জ্রপাতে মৃত্যু রোধ ও ক্ষয় ক্ষতি কমাতে ফরিদপুরে ১০হাজার তালবীজ বপন করেছেন। ফরিদপুরের ঐতিহ্য ফেরাতে তিনি ৪ হাজার খেজুরগাছের বীজ বোপন করেছেন। শহরের বিভিন্ন সড়কে শতাধিক সুপারী গাছ রোপন করেছেন। দুই শতাধিক কৃষ্ণচ‚ড়া ও রাধাচ‚ড়ার গাছ রোপন করেছেন। নিয়মিত কাজ হিসেবে প্রায় সারা বছরই তিনি রাস্তার পাশে বিভিন্ন ফলজ , ঔষুধী ও ফুল গাছ লাগিয়ে থাকেন। নুরুল ইসলাম জানান, গাছ মানুষের অকৃত্রিম বন্ধু তাই আসুন আমরা সবাই বেশী বেশী করে গাছ লাগাই।

Explore More Districts