এবার গাজীপুরে আঘাত হানলো ৩ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প – DesheBideshe

এবার গাজীপুরে আঘাত হানলো ৩ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প – DesheBideshe

এবার গাজীপুরে আঘাত হানলো ৩ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প – DesheBideshe

গাজীপুর, ২২ নভেম্বর – আবারও দেশে ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। মৃদু এই ভূমিকম্পের উৎপত্তিস্থল গাজীপুর বলেও জানিয়েছে সংস্থাটি।

শনিবার (২২ নভেম্বর) গাজীপুরের বাইপাইল এলাকায় সকালে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৩।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা নিজামউদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, ভূমিকম্পটি সকাল ১০টা ৩৬ মিনিটে এলাকায় আঘাত হানে।

এর আগে, গতকালও শুক্রবার (২১ নভেম্বর) একটি শক্তিশালী ভূমিকম্পে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। এতে অন্তত ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গতকালের ওই ভূমিকম্পটি সকাল ১০টা ৩৮ মিনিটে রেকর্ড করা হয় এবং এর মাত্রা ছিল ৫.৭। নরসিংদীর মাধবদীতে এটির উৎপত্তিস্থল ছিল। যা ঢাকার আগারগাঁওয়ের সিসমিক সেন্টার থেকে প্রায় ১৩ কিলোমিটার পূর্বে অবস্থিত।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২২ নভেম্বর ২০২৫



Explore More Districts