এবারও কুমিল্লা বোর্ডের শীর্ষে সোনার বাংলা কলেজ – Ajker Comilla

এবারও কুমিল্লা বোর্ডের শীর্ষে সোনার বাংলা কলেজ – Ajker Comilla






















আজকের কুমিল্লা ডট কম :

নভেম্বর ২৬, ২০২৩


news-image

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার বুড়িচং উপজেলায় এইচ এস সি ও সমমানের পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ফলাফলে এবার ও বোর্ডের শীর্ষে সোনার বাংলা কলেজ।

এইচ এস সি ফলাফল -মোট প্রতিষ্ঠানের সংখ্যা ১০ টি এবং এইচ এস এসি পরীক্ষার্থীর সংখ্যা ২৫৮৬ জন কৃতকার্য হয়েছে ২৩৬৩ জন পাশের হার ৯১.৩৮ এবং জিপিএ ৫ প্রাপ্ত সংখ্যা ৬৬০ টি। আলিম পরীক্ষায় মোট প্রতিষ্ঠান ১৪টি এবং পরীক্ষার্থীর সংখ্যা ৩৭৬ জন, মোট উত্তীর্ণ ২৭৪ জন, পাশের হার ৭২.৮৭, জিপিএ ৫ প্রাপ্ত সংখ্যা ২৬ টি।এইচএসসি ভোকেশনাল প্রতিষ্ঠান ০১ টি ২১৫ জন শিক্ষার্থী পাশের সংখ্যা ২০৭ জন, পাশের হার ৯৬.২৮ এবং জিপিএ ৫ প্রাপ্ত সংখ্যা ৪৬ জন।

বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজ ৩৪০ পরিক্ষার্থীর মধ্যে ৩৩৪ জন উত্তীর্ণ জিপিএ ৫ প্রাপ্ত ৬৪ জন পাশের হার ৯৮.২৪, সোনার বাংলা কলেজ ৩৭৪ জনের মধ্যে শতভাগ পাশ সহ ২৪৭ টি জিপিএ ৫,কালিকাপুর আবদুল মতিন খসরু সরকারি ডিগ্রি কলেজ ৩৭৩ জনের মধ্যে শতভাগ পাশ ১২২ টি জিপিএ ৫,শংকুচাইল ডিগ্রি কলেজ ১১৩ জনের মধ্যে ১০৯ জন কৃতকার্য জিপিএ ৫ প্রাপ্ত ৯ টি,নিমসার জুনাব আলী কলেজ ৭২৯ জনের মধ্যে ৬৬০ জন কৃতকার্য জিপিএ ৫ মোট ৯ টি, পারুয়ারা আবদুল মতিন খসরু কলেজ ৩৮৭ শতভাগ সাফল্য ২০৮ টি জিপিএ ৫,ফকির বাজার স্কুল অ্যান্ড কলেজ ৬৯ জনের মধ্যে অকৃতকার্য ০৩ জন জিপিএ ০১টি,ময়নামতি স্কুল অ্যান্ড কলেজ ১১৮ জনের মধ্যে ৮২ জন অকৃতকার্য,আবিদপুর স্কুল অ্যান্ড কলেজ ৬৩ জনের মধ্যে অকৃতকার্য ৪৪ জন,পীরযাত্রাপুর জোবেদা খাতুন কলেজ ২০ জনের মধ্যে ১৫ জন অকৃতকার্য, ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজি ২১৫ জনের মধ্যে ২০৭ জন কৃতকার্য জিপিএ ৫ প্রাপ্ত ৪৬ জন।

সাদকপুর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা ২৫ জনের মধ্যে ১৩ জন কৃতকার্য,কংশনগর ইস: সি: মাদ্রাসা ৪২ জনের মধ্যে ৩০ জন কৃতকার্য এবং ২ টি জিপিএ ৫,শিকারপুর দারুল কোরআন সিনিয়র মাদ্রাসা ১৮ জনের মধ্যে ১৩ জন কৃতকার্য ০১ টি জিপিএ ৫,কোরপাই ফাযিল মাদ্রাসা ৩২ জন পরীক্ষার্থী কৃতকার্য ২০ জিপিএ ৫ পেয়েছে ২ জন,ছয়গ্রাম আলিম মাদ্রাসা ২৫ জন পরীক্ষার্থী কৃতকার্য ১৯, জিপিএ ৫ মোট ০১ জন, জগতপুর এডি এইচ ফাযিল মাদ্রাসা ১৪ জনের মধ্যে ১৩ জন কৃতকার্য ,বুড়িচং ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা ২২ জন পরীক্ষার্থীর মধ্যে ১৯ জন কৃতকার্য, কালাকচুয়া ইসলামিয়া ফাযিল মাদ্রাসা ৩৪ জন পরীক্ষার্থীর মধ্যে ২৮ জন কৃতকার্য জিপিএ ৫ পেয়েছে ০৫ জন, খাড়াতাইয়া ফাযিল মাদ্রাসার ৩৫এবং জিপিএ ৫ পেয়েছে ১৪ টি, শ্রীপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ৩১ জনের মধ্যে ২৮ জন কৃতকার্য, জিপিএ ৫ পেয়েছে ৩ টি,ফকির বাজার ইসলামিয়া সিনি:মাদ্রাসা ২৬ জনের মধ্যে ১৮ জন কৃতকার্য, ভারেল্লা শাহ ইসরাইল কামিল মাদ্রাসা ২২ জনের মধ্যে ৫ জন কৃতকার্য, গাউসুল আজম আঃ কাদের জিঃ সিনিয়র মাদ্রাসা ৩১ জনের মধ্যে ১৫ জন কৃতকার্য, বাকশীমুল ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা ১৯ জনের মধ্যে ১৮ জন(উল্লেখ্য ০১ জন পরীক্ষা অংশ গ্রহণ করে নি) জিপিএ ৫ পেয়েছে ০১টি।
































আর পড়তে পারেন













Explore More Districts