শাহ জাহান আলী মিটন :: উৎস উদযাপনের মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে উদ্বোধন হয়েছে ৮ দলীয় জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৫।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকালে সাতক্ষীরা সদরের লাবসা ফুটবল ময়দানে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে ১৬ দলীয় নকআউট ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সাতক্ষীরা জেলা শাখার প্রধান সমন্বয়ক মোঃ কামরুজ্জামান বুলু, যুগ্ম সমন্বয়ক আলহাজ্ব শেখ আহছান উল্লাহ, সমন্বয় কারী সদস্য সিএম নাজমুল ইসলাম, সাবেক জাতীয় মহিলা ফুটবল দলের খেলোয়াড় খাদিজা আখতার চায়না, বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল হোসেন, সোহরাব হোসেন, ক্রীড়াবিদ মেহেরুল আলম মনিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় তরুণ সমাজকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলায় সম্পৃক্ত করাই এই টুর্নামেন্ট আয়োজনের মূল উদ্দেশ্য। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে সুস্থ ও সৃজনশীল প্রজন্ম তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এনসিপি সাতক্ষীরা জেলা শাখার প্রতিনিধি পলাশ হোসেন এর সার্বিক ব্যবস্থাপনায় উদ্বোধনী খেলায় বাঁশদহা ইউনিয়ন ১–০ গোলে জয় ছিনিয়ে নেয় বল্লী ইউনিয়নের বিরুদ্ধে। পুরো ম্যাচে দারুণ উত্তেজনা বিরাজ করে, দুই দলের আক্রমণ–পাল্টা আক্রমণে মাঠে জমে ওঠে উৎসবমুখর পরিবেশ।
ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন শেখ আব্দুল্লাহ।

