উচ্চ শিক্ষা অর্জনে বিদেশ যেতে শিক্ষার্থীদের বিশ্বস্ত প্রতিষ্ঠান এডুনেট”-এর শুভ উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে রাজধানী ঢাকার-ধানমন্ডি-৩২,ঢাকা-১২০৫, এলাকার বাড়ি নাম্বার (৫১/এ/২,(৩য় তালা) পান্থ পথ পশ্চিম রাজাবাজার, ফোন ০১৬০০৩৭৮৮০০৯৯। এ ব্যাপক আয়োজনের মধ্যদিয়ে শিক্ষার্থী ও সুধীজনের উপস্থিতিতে এ মিলাদ মাহফিল ও দোয়া সম্পন্ন হয়েছে। এ মিলাদ ও দোয়ায় মুনাজাত পরিচালনা করেন,ধানমন্ডী জামে মসজিদের পেশ ইমাম সাহেব। নিন্মে এ প্রতিষ্ঠানের বিস্তারিত তুলে ধরা হয়েছে।
বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করল “এডু নেক্সট”। রোববার ঢাকায় এক অনাড়ম্বর আয়োজনে এডু নেক্সট-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, এডু নেক্সট বিদেশে পড়াশোনার স্বপ্ন পূরণে শিক্ষার্থীদের সর্বাত্মক সহযোগিতা করবে। বিশ্ববিদ্যালয় নির্বাচন, আবেদন প্রক্রিয়া, ভিসা সহায়তা থেকে শুরু করে পুরো যাত্রায় ব্যক্তিগত পরামর্শসেবা প্রদান করবে প্রতিষ্ঠানটি।
বিশ্বখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি সংযোগ এবং অভিজ্ঞ পরামর্শকদের নিয়ে গঠিত এডু নেক্সট, শিক্ষার্থীদের জন্য একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হয়ে উঠবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।
বিদেশে উচ্চশিক্ষার স্বপ্নপূরণে এডু নেক্সট একটি বিশ্বস্ব নাম। বর্তমানে বাংলাদেশের অনেক শিক্ষার্থীই উচ্চশিক্ষার জন্য বিদেশমুখী হচ্ছেন। তবে বিদেশে পড়াশোনা করতে গেলে সঠিক গাইডলাইন, বিশ্ববিদ্যালয় বাছাই, ভিসা প্রসেসিংসহ নানা জটিলতা দেখা দেয়। এ সকল চ্যালেঞ্জ সহজ করতে এগিয়ে এসেছে এডু নেক্সট, একটি নির্ভরযোগ্য ও অভিজ্ঞ স্টাডি অ্যাব্রড পরামর্শদাতা প্রতিষ্ঠান।
প্রতিষ্ঠানটি প্রতিটি শিক্ষার্থীর একাডেমিক লক্ষ্য ও আগ্রহ বিবেচনায় নিয়ে ব্যক্তিগতভাবে পরামর্শ প্রদান করে থাকে। গন্তব্য দেশ নির্বাচন, বিশ্ববিদ্যালয় বাছাই,আবেদন প্রক্রিয়া, ভিসা সহায়তা— প্রতিটি ধাপে এডু নেক্সট নিরবচ্ছিন্ন সহায়তা দিয়ে থাকে।
বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি সংযোগ থাকার ফলে এডু নেক্সট বিভিন্ন দেশ ও বিষয়ে বহুমুখী শিক্ষা কর্মসূচির সুযোগ শিক্ষার্থীদের সামনে তুলে ধরতে সক্ষম। এর ফলে প্রতিটি শিক্ষার্থী তাদের যোগ্যতা ও স্বপ্ন অনুযায়ী সেরা পথটি বেছে নিতে পারে।
এডু নেক্সট শুধু একটি পরামর্শক প্রতিষ্ঠান নয়, বরং এটি শিক্ষার্থীদের জন্য একটি নির্ভরতার জায়গা। প্রতিষ্ঠানটি বিশ্বাস করে, আন্তর্জাতিক শিক্ষার মাধ্যমে একটি শিক্ষার্থী শুধু ডিগ্রি অর্জনই করে না, বরং সে
হয়ে ওঠে একজন গ্লোবাল সিটিজেন।
বিদেশে পড়াশোনার স্বপ্ন যাদের রয়েছে, তারা ফেসবুকে এডু নেক্সট-এর পেজে যুক্ত হয়ে নিয়মিত আপডেট, সফলতার গল্প, এবং স্টাডি অ্যাব্রড সম্পর্কিত মূল্যবান তথ্য পেতে পারেন।শিক্ষা ও ক্যারিয়ারের নতুন দিগন্তে পা রাখতে আজই যুক্ত হোন এডু নেক্সট-এর সঙ্গে, এবং আবিষ্কার করুন ভবিষ্যতের সম্ভাবনাময় পথ।
স্টাফ করেসপন্ডেট, ৭ জুলাই ২০২৫