এডভোকেট এবিএম ফজলে রশীদ চৌধুরী হিরুর মৃত্যুবার্ষিকী আজ

এডভোকেট এবিএম ফজলে রশীদ চৌধুরী হিরুর মৃত্যুবার্ষিকী আজ





এডভোকেট এবিএম ফজলে রশীদ চৌধুরী হীরুর ১৭তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে তার পুত্র ব্যারিস্টার সানজীদ এবং কন্যা সানজানা সকলের কাছে তাঁর রুহের মাগফিরাত ও দোয়া কামনা করেছেন। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারের বাসভবনে এবং রাউজানস্থ গহিরার পৈতৃক বাসভবনে পবিত্র কোরআন খানি, মিলাদ মাহফিল এবং দোয়ার আয়োজন করা হয়েছে। এবিএম ফজলে রশীদ চৌধুরী হীরু সদ্য প্রয়াত চট্টগ্রামের দায়িত্বপ্রাপ্ত সংসদ সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রফেসর মাসুদা এম রশীদ চৌধুরী এমপির স্বামী, রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী এমপির বড় ভাই এবং পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের বিরোধী দলের নেতা একেএম ফজলুল কবির চৌধুরীর জ্যেষ্ঠ পুত্র হিসেবে পারিবারিক ঐতিহ্যকে ধারণ করে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন একজন প্রতিথযশা রাজনীতিবিদ, স্বনামধন্য ব্যবসায়ী, প্রখ্যাত সমাজসেবক এবং আইনজীবী হিসাবে।

তিনি ছিলেন চেয়ারম্যান, ‘দি রশীদস গ্রুপ’ এবং সাংগঠনিক বিভিন্ন গুরূত্বপূর্ণ পদে অধিষ্ঠিত। বিশেষ করে উল্লেখযোগ্য, প্রতিষ্ঠাতা প্রথম ভাইস প্রেসিডেন্টবাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, প্রেসিডেন্টবাংলাদেশ সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ফোরাম, ১৯৮৬ সালে প্রতিষ্ঠাতা সদস্যজাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটি, সদস্যফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই), সার্ক এসএমই ফোরাম, যুক্তরাষ্ট্রের World Congress of Families, ইরানের IUMWN, বাংলাদেশ হস্তশিল্প প্রস্তুতকারক ও রপ্তানীকারক সমিতি (বাংলাক্রাফট), সভাপতিবাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি (NASCIB), এবং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ, কক্সবাজার, উপদেষ্টাঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউটস্‌। তিনি মানুষের কল্যাণের জন্য জীবন উৎসর্গ করেছেন এবং বহু জনকল্যাণকর সংগঠন প্রতিষ্ঠিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।




Explore More Districts