সিলেট জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক পিপি বর্ষিয়ান জননেতা এডভোকেট আব্দুল গাফফার এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মাহমুদুল হাসান এলএলবি।
আজ এক শোকবার্তায় তিনি বলেন, এডভোকেট আব্দুল গাফফার এর মৃত্যুতে সিলেটবাসী হারালো একজন সুসন্তান ও আইনজ্ঞ-কে। শোকবার্তায় তিনি বলেন, এডভোকেট আব্দুল গাফফার ছিলেন আপাদমস্তক দেশপ্রেমিক ও রাজনৈতিক মানুষ। তার মৃত্যুতে যে শুন্যতা তৈরি হয়েছে তা সহজে পুরন হবার নয়। আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন এবং তার পরিবার পরিজনদের সবর করার তৌফিক দেন।
হাফেজ মাওলানা মাহমুদুল হাসান মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।