“এটা বাংলাদেশের ক্রিকেটের দুঃখের দিন”

“এটা বাংলাদেশের ক্রিকেটের দুঃখের দিন”

মাত্র ৪০ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল। ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে অবসর নেওয়ার সুযোগটাও পাননি এই ক্রিকেটার, মাঠে ফেরার আগেই চলে গেলেন অনন্তকালের পথে।

মোশাররফ রুবেলের শারীরিক অবস্থার উন্নতি
দীর্ঘদিন ধরে ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছিলেন মোশাররফ হোসেন রুবেল। ফাইল ছবি

তারকা এই ক্রিকেটারকে হারিয়ে শোকের ছায়া নেমে এসেছে দেশের ক্রিকেট অঙ্গনে। দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক শোক বার্তা জ্ঞাপন করে রুবেলের পরিবার ও প্রিয়জনদের প্রতি সহানুভূতি প্রকাশ করেছে।

Advertisment

শোক বার্তায় বলা হয়েছে, ‘জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলের মৃত্যুতে বিসিবি গভীর শোক প্রকাশ করছে এবং তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে।’

যে মাঠ ছিল রুবেলের ঘরের মত, সেই মিরপুর স্টেডিয়ামেই তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। রুবেলের মৃত্যুতে দেশের সব ক্রিকেটার শোকে হতবিহ্বল হয়ে পড়েছেন। সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদরা এই ক্রিকেটারের বিদায়ে ব্যথিত হৃদয়ের আর্তনাদ জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান লিখেছেন, ‘দীর্ঘদিনের সতীর্থ ও দেশের অন্যতম সেরা স্পিনার মোশাররফ হোসেন রুবেলের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি আর শোক-সন্তপ্ত পরিবারের প্রতি থাকলো আমাদের সমবেদনা।’

স্বস্তি নিয়ে আজ দেশে ফিরছেন মোশাররফ রুবেল
জাতীয় দলের অনুশীলনে মেহেদী হাসান মিরাজের সাথে মোশাররফ রুবেল। ফাইল ছবি

রুবেলের বন্ধু, সতীর্থ ও নির্বাচক আব্দুর রাজ্জাক লিখেছেন, ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্ধু রুবেল আমাদের ছেড়ে চলে গেছে না ফেরার দেশে, আজ বিকাল ৫টায়। আমরা সবাই তার জন্য দোয়া করি, মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং তার পরিবার যেন এই শোক কাটিয়ে উঠতে পারে।আল্লাহ তার পরিবারের উপর রহমত বর্ষণ করেন।’

মুশফিকুর রহিম লিখেছেন, ‘মোশাররফ রুবেল ভাইর খবর শুনে মর্মাহত। বিদেহী আত্মা ও পরিবারের জন্য দোয়া করছি। এটা বাংলাদেশের ক্রিকেটের দুঃখের দিন।’

টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ লিখেছেন, ‘ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে মোশাররফ রুবেলের মৃত্যুর খবর শুনে মন ভেঙে গেল। আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন।’

ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল রুবেলের হাস্যজ্বল ছবি পোস্ট করেছেন, তবে তাতে স্পষ্ট তামিমের রক্তক্ষরণ।

এছাড়া রুবেলের মৃত্যুতে শোক জানিয়েছে ইংল্যান্ডের ব্লিথ ক্রিকেট ক্লাব। ২০১৭ সালে এই ক্লাবের হয়ে এক মৌসুমে ৩৪১ রান করার পাশাপাশি ৪২ উইকেট শিকার করেছিলেন রুবেল, জিতিয়েছিলেন ডিভিশন একের শিরোপা।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Explore More Districts