প্রথম আলো :
‘চ্যালেঞ্জ রথ’ আর ‘আয়রনম্যান’—এই দুটি ট্রায়াথলনের পার্থক্য কী?
চ্যালেঞ্জ রথ ও আয়রনম্যান একই দূরত্বের। অর্থাৎ আয়রনম্যানে যেমন ৩ দশমিক ৮ কিলোমিটার সাঁতার, ১৮০ কিলোমিটার সাইক্লিং এবং ৪২ দশমিক ২ কিলোমিটার দৌড় থাকে, এখানেও তেমন। এটি বিশ্বের ঐতিহাসিক ফুল ডিসট্যান্স ট্রায়াথলন রেসগুলোর একটি। ১৯৮৪ সালে জার্মানির রথ শহরে যখন শুরু হয়, তখন ‘আয়রনম্যান ইউরোপ’ নামে পরিচিত ছিল। ২০০১ সালে ‘চ্যালেঞ্জ’ ব্র্যান্ডের অধীনে আসার পর নামকরণ হয় ‘চ্যালেঞ্জ রথ’।
১২ ঘণ্টা ২৬ মিনিটে। তিনি এর আগে ১২ বার আয়রনম্যান ডিসট্যান্স সম্পন্ন করেছেন।
প্রথম আলো :
দেশে ফিরবেন কবে?
১২ জুলাই ফিরব।
প্রথম আলো :
চ্যালেঞ্জ রথে সফল হলেন, পরের লক্ষ্য কী?
এ বছর আমার আরও দুটি রেস আছে। একটি আগামী ১৪ সেপ্টেম্বর ফ্রান্সে অনুষ্ঠেয় আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপ, অন্যটি ১ নভেম্বর মালয়েশিয়ায় অনুষ্ঠেয় আয়রনম্যান মালয়েশিয়া।