এখন সময় এসেছে প্রকৃত উন্নয়ন নিশ্চিত করার : বরিশালে উপদেষ্টা ফাওজুল কবির

এখন সময় এসেছে প্রকৃত উন্নয়ন নিশ্চিত করার : বরিশালে উপদেষ্টা ফাওজুল কবির

৯ May ২০২৫ Friday ১০:৩৯:৫৯ PM

Print this E-mail this

Warning: Trying to access array offset on null in /home/amdrbari/domains/amaderbarisal.com/public_html/wp-content/themes/newsbee/news.php on line 6


নগর প্রতিনিধি:

এখন সময় এসেছে প্রকৃত উন্নয়ন নিশ্চিত করার : বরিশালে উপদেষ্টা ফাওজুল কবির

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, মেগা প্রকল্পের নামে এতোদিন দেশে লুটপাট হয়েছে। গ্রামাঞ্চলের উন্নয়ন হয়নি বললেই চলে। এখন সময় এসেছে প্রকৃত উন্নয়ন নিশ্চিত করার।

শুক্রবার (৯ মে) সকালে বরিশালের হিজলা উপজেলার মৌলভীরহাট খেয়াঘাট সংলগ্ন বিআইডব্লিউটিএর ড্রেজিং কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেছেন।

অপর প্রশ্নের জবাবে নৌপরিবহন ও শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের প্রকৃত উন্নয়নের জন্য স্বচ্ছতা, জবাবদিহিতা এবং স্থানীয় মানুষের অংশগ্রহণ অত্যন্ত জরুরি। তাই জনকল্যাণে অন্তর্বর্তীকালীন সরকারকে দেশের মানুষকে সহযোগিতা করতে হবে।

তিনি আরও বলেছেন, বরিশালের মীরগঞ্জ এলাকায় বহুল প্রতীক্ষিত একটি সেতুর নির্মাণকাজ চলমান রয়েছে। সেতু নির্মাণ কাজ শেষ হলে স্থানীয় জনগণ ব্যাপকভাবে উপকৃত হবেন। অবৈধভাবে বালু উত্তোলনকারীদের কঠোর শাস্তির আওতায় আনতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও উপদেষ্টা উল্লেখ করেছেন।

এ বিষয়ে বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, দেশের ছয়টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত দুজন উপদেষ্টা শুক্রবার (৯ মে) বরিশালের হিজলা উপজেলা সফরে এসেছেন। সকাল ১০টায় তারা হিজলা উপজেলার পুরাতন লঞ্চ ঘাট এবং দীর্ঘ প্রায় এক যুগ ধরে পরিত্যক্ত মৌলভীরহাট লঞ্চ ঘাট এলাকা এবং বিআইডব্লিউটিএর ড্রেজিং কার্যক্রম পরিদর্শন করেছেন। একই দিন বিকেল ৩টায় দুই উপদেষ্টা হিজলা উপজেলা থেকে বাবুগঞ্জ-মুলাদীর সংযোগ সেতুর কার্যক্রম পরিদর্শন করেন।

জেলা প্রশাসক আরও জানিয়েছেন, উপদেষ্টারা আগামীকাল শনিবার (১০ মে) সকাল ১০টায় বরিশাল বিভাগের আওতাধীন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে নগরীর সার্কিট হাউসে মতবিনিময় করবেন। ওই দিন বিকেল ৪টায় উপদেষ্টারা বরিশাল প্রেস ক্লাব মিলনায়তনে সব গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হবেন এবং ওই দিন রাতে নৌ-রুটে তারা বরিশাল ত্যাগ করে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts