এখনও টেস্ট দলকে সার্ভিস দিতে পারব : শাহাদাত

এখনও টেস্ট দলকে সার্ভিস দিতে পারব : শাহাদাত

বাংলাদেশ টেস্ট দলের একসময়কার নিয়মিত সদস্য শাহাদাত হোসেন রাজিব। নানা চরাই-উতরাই পেরিয়ে এখন যেখানে দাঁড়িয়ে, সেখান থেকে সুসময়টা কেবলই ইতিহাসের পাতায়। তবে শাহাদাত মনে করেন, বাংলাদেশ টেস্ট দলে ভূমিকা রাখার সামর্থ্য এখনও আছে তার। 

এখনও টেস্ট দলকে সার্ভিস দিতে পারব শাহাদাত
৫ উইকেট শিকার করে লর্ডসের অনার্স বোর্ডে নাম লিখিয়েছিলেন শাহাদাত। ফাইল ছবি

বাংলাদেশের হয়ে ৩৮ টেস্টে ৭২ উইকেট শিকার করা শাহাদাত সর্বশেষ টেস্ট খেলেছেন ২০১৫ সালে। এরপর বাদ পড়ার পেছনে পারফরম্যান্সের ভূমিকা যতটা, তারচেয়ে বেশি দায় বিশৃঙ্খল জীবনের।

Advertisment

সেই বিশৃঙ্খলা ডেকে এনেছিল করুণ পরিণতি। পেয়েছিল দীর্ঘ নিষেধাজ্ঞা। বিসিবি সেই নিষেধাজ্ঞা থেকে আগাম মুক্তি দিলেও খেলার সুযোগ হরহামেশা পাচ্ছেন না শাহাদাত। যদিও শাহাদাত মনে করেন, এখনও টেস্ট খেলার যোগ্যতা আছে তার।

তিনি বলেন, ‘আমি এখনও টেস্ট দলে সার্ভিস দিতে পারব, সেই সামর্থ্য আছে। এটার জন্যই বেশি পরিশ্রম করি। ভালো খেলার চেষ্টা করি। সাকিব, মুশফিক এখনও খেলে গেলে আমিও খেলে যেতে পারি। আমরা একই ব্যাচের। যেকোনো একটা জায়গায় সুযোগ দেওয়া উচিৎ ছিল। একটা ছেলে এত কিছু অর্জন করেছে, তার তো বাংলাদেশের ক্রিকেটকে আরও অনেক কিছু দেওয়ার ছিল। কোনো ফাস্ট বোলিং ক্যাম্পে একটা সুযোগ দেওয়া উচিৎ ছিল।’

শাহাদাত যথেষ্ট সুযোগ পেয়েছেন কি না, বা যে সুযোগটুকু পেয়েছেন তা তার জন্য পর্যাপ্ত হয়েছে কি না- এসব প্রশ্ন নিয়ে অনেক আলোচনাই হতে পারে। তবে অবসর নিয়ে শাহাদাত এখনই ভাবছেন না।

তিনি বলেন, ‘চোখের আড়াল তো মনের আড়াল। হয়ত বিসিবির কাছে ওরকমই ছিলাম। অনেক ক্যাম্প হয়েছিল। এখনও এমন সময় আসেনি যে অবসর নিয়ে ফেলব। এখনও অনেক দিন খেলার আছে।’

এখনও টেস্ট দলকে সার্ভিস দিতে পারব শাহাদাত
একসময় টেস্ট দলের নিয়মিত বোলার ছিলেন শাহাদাত। ফাইল ছবি

চলমান বিপিএলে দল পাননি শাহাদাত। এমনকি দল না পাওয়ায় এনসিএল ও বিসিএলেও খেলা হয়নি। সর্বশেষ খেলেছেন ঢাকা লিগে, যেখানে খুব একটা খারাপও করেননি। এখন আর আগের মত বিসিবির সুযোগ-সুবিধাও পান না। তাই নিজের উদ্যোগেই চালিয়ে যাচ্ছেন অনুশীলন।

শাহাদাত বলেন, ‘বিপিএল খেলি আর না খেলি বাসায় তো আর বসে থাকব না। ফিটনেস ধরে রাখার জন্য যা যা করা দরকার তাই করছি। আমার জন্য কঠিন সময় যাচ্ছে। এনসিএল-বিসিএলে ছিলাম না, এখন বিপিএলেও নেই। হতাশ তো অবশ্যই। যদি পারফর্ম করতে না পারি তাহলে তো জাতীয় দলে ফেরার কোনো সম্ভাবনা থাকবে না।’

‘আমাদের জন্য কোনো সুযোগ-সুবিধা কিছু নাই। দল থেকে বাদ পড়ার পর একা একাই ট্রেনিং করেছি। নিজের টাকায় ট্রেনার রেখেছি। আমরা তো ভাই অনেকদিন করেছি, তাই জানি নিজেকে কীভাবে ফিট করতে হয়। নির্দিষ্ট কোনো সুযোগ-সুবিধা নেই।’

বাংলাদেশে অবশ্য এখন অনেক সম্ভাবনাময় পেসার আছেন। সেখানে তরুণদেরই প্রাধান্য। কদিন আগে মাউন্ট মঙ্গানুইয়ে ঐতিহাসিক এক জয় এনে দিয়েছিলেন এবাদত হোসেন চৌধুরী। টেস্ট দলে আরও আছেন তাসকিন আহমেদ, আবু জায়েদ চৌধুরী, শরিফুল ইসলামের মত ক্রিকেটাররা। শাহাদাতও বুঝতে পারছেন, তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে জায়গা পাওয়া কঠিন।

মাঠের ভেতর সতীর্থকে লাঞ্ছিত করে ৫ বছরের নিষেধাজ্ঞা
মাঠ ও মাঠের বাইরে নানা বিতর্কে জড়িয়ে ক্যারিয়ারে দুঃসময় ডেকে আনেন শাহাদাত। ফাইল ছবি

তবে একইসাথে তার অনুযোগ, বয়স বেড়ে গেলে বাংলাদেশে আর জাতীয় দলের জন্য বিবেচনাই করা হয় না। এক্ষেত্রে উদাহরণ হিসেবে দাঁড় করালেন সদ্য সাবেক প্রথম শ্রেণির ক্রিকেটার তুষার ইমরানকে।

শাহাদাতের ভাষায়, ‘আমাদের ট্রেডিশন হয়ে গেছে, আপনার বয়স ৩০ হবে মানে আপনার জন্য কঠিন হয়ে যাবে বাংলাদেশ দলে খেলা। এটা সত্যি কথা। আপনারা দেখুন- সাকিব মুশফিকের মত সিনিয়র যারা এখন আছে ওরা এক্সট্রাঅর্ডিনারি খেলছে দেখে আছে। যারা সাধারণ পারফর্ম করছে তাদের সুযোগ দিচ্ছে না, পারফর্ম করলেও দেখা হচ্ছে না।’

‘এখন সব তরুণদের নিয়েই দল সাজানো হচ্ছে। তরুণদের প্রাধান্য দিলে আপনি যত যাই করেন… তুষার ভাইয়ের মত ক্রিকেটার একটা টেস্ট ম্যাচে সুযোগ পায়নি। এটা আমাদের সিনিয়র ক্রিকেটারদের জন্য অনেক হতাশাজনক বিষয়। এত হাজার রান করেছে উনি…’– বলেন শাহাদাত।

টেস্ট দলে খেলার স্বপ্ন পুষে রেখে শাহাদাত নিজের মত চালিয়ে যাচ্ছেন ফেরার লড়াই, ফলাফল কী হবে বা হতে পারে তা ভাববার অবকাশ আপাতত নেই। তিনি বলেন, ‘আমার চেয়ে অনেক ভালো ভালো ফাস্ট বোলার হয়ত বাংলাদেশে এসেছে। পারফর্মও করছে। ডাকবে কি ডাকবে না এখন আর এগুলো নিয়ে চিন্তা করছি না। আমার অনুশীলন আমি চালিয়ে যাচ্ছি।’

‘আমি জানি না কেন হচ্ছে (উপেক্ষা)। আমি যখনই খেলেছি নিজের ১২০ ভাগ দিয়ে চেষ্টা করেছি। দেওয়ার জন্য চেষ্টা করছি এবং দিচ্ছিও। এখন তারা যদি বিবেচনা করে শাহাদাত আগের মত বল করতে পারছে না। তাহলে আমি তো তাদের মনের মধ্যে যেতে পারব না… যে যাই বলুক আমার অনুশীলন আমি চালিয়ে যাব।’

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Explore More Districts