এক সপ্তাহে গাজায় ইসরায়েলি নৃশংসতায় ২৭০ ফিলিস্তিনি শিশু নিহত – DesheBideshe

এক সপ্তাহে গাজায় ইসরায়েলি নৃশংসতায় ২৭০ ফিলিস্তিনি শিশু নিহত – DesheBideshe



এক সপ্তাহে গাজায় ইসরায়েলি নৃশংসতায় ২৭০ ফিলিস্তিনি শিশু নিহত – DesheBideshe

জেরুজালেম, ২৫ মার্চ – ফিলিস্তিনের যুদ্ধ বিধ্বস্ত গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় ২৭০ জনেরও বেশি শিশু নিহত হয়েছে। গাজায় ইসরায়েলি বাহিনী নতুন করে যুদ্ধ শুরু করার পর গত এক সপ্তাহে এই শিশুরা প্রাণ হারিয়েছে। মঙ্গলবার শিশুবিষয়ক আন্তর্জাতিক সহায়তা সংস্থা সেভ দ্য চিলড্রেন এই তথ্য জানিয়েছে।

সংস্থাটি বলেছে, গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনী পুনরায় যুদ্ধ শুরু করার পর এক সপ্তাহে ২৭০ জনের বেশি শিশু নিহত হয়েছে। যুদ্ধ শুরু হওয়ার পর গত কয়েক দিন শিশুদের জন্য সবচেয়ে প্রাণঘাতী হয়ে উঠেছে।

সংস্থাটির গাজায় শিশুবিষয়ক পরিচালক র‌্যাচেল কামিংস বলেছেন, ‘‘বোমা পড়ছে, হাসপাতালগুলো ধ্বংস হয়ে গেছে, শিশুদের হত্যা করছে এবং বিশ্ব নীরব। কোনও সহায়তা নেই, কোনও নিরাপত্তা নেই, ভবিষ্যৎ নেই।’’

এক বিবৃতিতে সেভ দ্য চিলড্রেন বলেছে, যুদ্ধ পুনরায় শুরু হওয়ার অর্থ গাজার শিশুদের মৃত্যুদণ্ড।

এদিকে, টানা অষ্টম দিনের মতো গাজা উপত্যকায় বোমা হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সামরিক বাহিনী। মঙ্গলবার ভোরের দিকে উপত্যকায় হামলায় অন্তত ২৩ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে সাত শিশুও রয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা উপত্যকায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় ৫০ হাজার ১৪৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া নির্বিচার হামলায় আহত হয়েছেন আরও ১ লাখ ১৩ হাজার ৭০৪ জন।

যদিও গাজার সরকারি গণমাধ্যম অফিস বলেছে, যুদ্ধে ইসরায়েলি হামলায় প্রাণহানির সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে। হামলায় ধ্বংস হয়ে যাওয়া ভবনের ধ্বংসস্তূপের নিচে আরও হাজার হাজার ফিলিস্তিনি নিখোঁজ রয়েছেন।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২৫ মার্চ ২০২৫



Explore More Districts