ঘটনা এখানে থামবে কি না, কে জানে! ম্যাচের পর শাস্তি পাওয়ার আগে এ ঘটনা নিয়ে কথা বলার একপর্যায়ে হৃদয় বলেছিলেন, ‘ঘটনা যদি অন্যদিকে যায়, আমি মুখ খুলব ইনশা আল্লাহ।’
কী হয়েছিল, তাঁর কাছে জানতে চাইলে হৃদয় বলেন, ‘যেটা ঘটেছে, সবকিছু ব্যাখ্যা করতে পারব না। কিন্তু হিট অব দ্য মোমেন্টে অনেক কিছু হয়। তাঁরাও ভুল করেন, কিন্তু আমার কাছে যেটা মনে হয়, তাঁরা ভুল করতেই পারেন, মানুষমাত্রই ভুল করে, আমরাও করব! কিন্তু আমার কাছে মনে হয়, ভুলটা স্বীকার করা উচিত, আমি যদি ভুল করি, আমিও স্বীকার করব। কিন্তু আপনি যদি ভুল স্বীকার না করে বলেন, এটা ভুল নয়, তাহলে হবে না। তিন আন্তর্জাতিক আম্পায়ার, তাঁকে আমরা সম্মান করি। আমরাও আন্তর্জাতিক ক্রিকেটার। এমন ম্যাচে দুই-একটা সিদ্ধান্ত অনেক বড় ব্যবধান গড়ে দিতে পারে।’
ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারদের সঙ্গে তর্কে জড়ানো নতুন কিছু নয়। বিশেষ করে ঢাকা প্রিমিয়ার লিগে একসময় এটা ছিল নিয়মিত দৃশ্য। তবে গত কয়েক বছরে তা অনেকটাই কমে এসেছিল, তা বিশ্বাস করেন হৃদয়ও।