এক মাসে হারানো ৫৮টি মোবাইল সেট উদ্ধার

এক মাসে হারানো ৫৮টি মোবাইল সেট উদ্ধার





এক মাসে হারানো ৫৮টি মোবাইল সেট উদ্ধারনিজস্ব প্রতিবেদক ॥ যশোর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল গত এপ্রিল মাসে হারানো ৫৮টি মোবাইল সেটসহ নগদ ৪৩ হাজার ২শ’ টাকা প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে। গত এক মাসে জেলার বিভিন্ন থানায় সাধারণ ডায়েরি ভুক্ত এই ৫৮টি হারানো মোবাইল ফোন উদ্ধার করা হয়।

যশোর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের তথ্য অনুযায়ী, ভুলবশত অন্য নাম্বারে চলে যাওয়া ৩জন ভুক্তভোগীর নগদ/বিকাশের সর্বমোট ৪৩ হাজার ২শ’ টাকা উদ্ধার করে প্রকৃত মালিককে বুঝিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও অভয়নগর থানার জিডি নং ২৫২ তারিখ-০৬/০৪/২২ইং, কোতোয়ালি থানার জিডি নং-১১০৬ তারিখ-১৪/০১/২২ইং, চৌগাছা থানার জিডি নং-৬৮৯ তাং-১৪/০৩/২২ইং, চৌগাছা থানার জিডি নং-১২৬৮ তাং-২৬/০৩/২২ইং মূলে হ্যাকিংকৃত এই ৪টি ফেসবুক আইডি পুনরুদ্ধার করা হয়েছে।
অন্যদিকে কেশবপুর ও অভয়নগর উপজেলার নিখোঁজ দুই মেয়েকে উদ্ধার করে পরিবারে কাছে দেয়া হয়েছে।








Explore More Districts