এক দিনে ৬ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করল এয়ার ইন্ডিয়া – DesheBideshe

এক দিনে ৬ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করল এয়ার ইন্ডিয়া – DesheBideshe



এক দিনে ৬ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করল এয়ার ইন্ডিয়া – DesheBideshe

নয়াদিল্লি, ১৭ জুন – আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনার পর বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানগুলোর ওপর নজরদারি বাড়ায় মঙ্গলবার ছয়টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে এয়ার ইন্ডিয়া।

এছাড়া, এআই ৩১৫ (হংকং-দিল্লি) ফ্লাইটে প্রযুক্তিগত ত্রুটি দেখা দিলে পাইলট হংকংয়ে ফিরে আসেন। একইদিনে সান ফ্রান্সিসকো থেকে মুম্বাইগামী একটি ফ্লাইট কলকাতায় যাত্রাবিরতিতে সমস্যায় পড়লে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়।

শুধু এয়ার ইন্ডিয়া নয়, ব্রিটিশ এয়ারওয়েজ এবং লুফথানসারও দুটি বোয়িং ৭৮৭ বিমান তাদের নিজ নিজ গন্তব্যে না পৌঁছেই ফিরে যায়। যেগুলো ফ্রাঙ্কফুর্ট ও লন্ডন থেকে হায়দরাবাদ এবং চেন্নাইয়ের উদ্দেশ্যে যাত্রা করেছিল।

এসব ঘটনা সামনে এলো ১২ জুনের দুর্ঘটনার পর, যখন এয়ার ইন্ডিয়ার এআই ১৭১ ফ্লাইট আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশে উড্ডয়নের ৪০ সেকেন্ডের মধ্যে বিধ্বস্ত হয়। বিমানটি একটি কলেজ হোস্টেলের ওপর ভেঙে পড়ে এবং ভয়াবহ বিস্ফোরণে আগুন ধরে যায়।

দুর্ঘটনায় বিমানে থাকা ২৪২ জনের মধ্যে ২৪১ জন নিহত হন। একমাত্র বেঁচে যাওয়া যাত্রী ছিলেন ১১ এ সিটে থাকা এক ব্রিটিশ-ভারতীয় নাগরিক। এ ঘটনায় আরও অন্তত ৩৩ জন প্রাণ হারান, যা এটিকে ভারতের ইতিহাসে অন্যতম ভয়াবহ বিমান দুর্ঘটনায় পরিণত করেছে।

ফ্লাইটের ভয়েস রেকর্ডার ও ফ্লাইট ডেটা রেকর্ডার উদ্ধার করা হয়েছে এবং তদন্ত চলছে। তবে বিশেষজ্ঞদের মতে, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে আরও কয়েক মাস সময় লাগতে পারে।

প্রাথমিক ভিডিও বিশ্লেষণে দেখা গেছে, বিমানের র‌্যাম এয়ার টারবাইন সক্রিয় হয়েছিল, যা সাধারণত জরুরি পরিস্থিতিতে ব্যবহার হয়।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ১৭ জুন ২০২৫



Explore More Districts