একুশে স্মৃতি পদক পেলেন কালিহাতী পৌর বিএনপি নেতা সৈয়দ আব্দুল ওয়াদুদ তৌহিদ – News Tangail

একুশে স্মৃতি পদক পেলেন কালিহাতী পৌর বিএনপি নেতা সৈয়দ আব্দুল ওয়াদুদ তৌহিদ – News Tangail

  • শুভ্র মজুমদার, কালিহাতী: দক্ষ সাংগঠনিক নেতৃত্ব, রাজনৈতিক কর্মকাণ্ড ও সমাজসেবায় (সমাজসেবা কোঠায়) বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে একুশে স্মৃতি পরিষদ, ঢাকা কর্তৃক “একুশে স্মৃতি পদক-২০২৫” পেয়েছেন কালিহাতী পৌর বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল ওয়াদুদ তৌহিদ।

রাজধানীর পুরানা পল্টনের বিসমিল্লাহ টাওয়ারে আয়োজিত এই সম্মাননা প্রদান অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন, ওই সংগঠনের সহ সভাপতি এ্যাডঃ মনির হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি জয়নাল আবেদীন , যিনি সৈয়দ আব্দুল ওয়াদুদ তৌহিদের হাতে এই সম্মাননা পদক তুলে দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: সাবেক উপ সচিব দেশ বরেণ্য খ্যাতিমান পীরজাদা শহীদুল হারুন ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সৈয়দ আব্দুল ওয়াদুদ তৌহিদের দক্ষ সাংগঠনিক নেতৃত্বে কালিহাতী পৌর বিএনপি আরও সুসংগঠিত হয়েছে এবং দলীয় কর্মসূচিতে তার বলিষ্ঠ ভূমিকার ফলে রাজনৈতিক অঙ্গন এবং সমাজসেবায় অবস্থান আরও সুদৃঢ় হয়েছে। নেতাকর্মীদের ঐক্য বজায় রাখতে ও সংগঠনের কার্যক্রম পরিচালনায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

সম্মাননা গ্রহণকালে সৈয়দ আব্দুল ওয়াদুদ তৌহিদের সঙ্গে উপস্থিত ছিলেন: এডভোকেট খন্দকার খালিদ হোসেন, কালিহাতী প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহ আলম, বিশিষ্ট ব্যবসায়ী আরশেদ আলী, সাবেক যুবদল সাধারণ সম্পাদক হারুনুর রশিদ তালুকদার অটল, কালিহাতী আরএস পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ লিয়াকত আলী,কালিহাতী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ তারিকুল ইসলাম বাবু, রাজাফৈর হাইস্কুলসিনিয়র শিক্ষক ইয়ার মাহমুদ প্রমুখ। তৌহিদের প্রতিক্রিয়া

সম্মাননা গ্রহণের পর সৈয়দ আব্দুল ওয়াদুদ তৌহিদ বলেন, এই স্বীকৃতি আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিলো। আমি দলের আদর্শ বাস্তবায়নে আরও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবো।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

Explore More Districts