একাডেমি কাপ অনূর্ধ্ব-১৮ ফুটবল ফাইনালে স্বাগতিক শামস্-উল-হুদা ও মাগুরা ফুটবল একাডেমি

একাডেমি কাপ অনূর্ধ্ব-১৮ ফুটবল ফাইনালে স্বাগতিক শামস্-উল-হুদা ও মাগুরা ফুটবল একাডেমি

যশোরে একাডেমি কাপ অনূর্ধ্ব-১৮ ফুটবলের প্রথম দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ম্যাচ দুটিতে জয় পেয়েছে স্বাগতিক শামস্-উল-হুদা ফুটবল একাডেমি ও মাগুরা ফুটবল একাডেমি। যশোর শহরতলী হামিদপুরে একাডেমির মাঠে স্বাগতিকরা ৫-০ গোলে খুলনা ফুটবল একাডেমিকে এবং মাগুরা ১-০ গোলে নড়াইল ফুটবল একাডেমিকে পরাজিত করে প্রতিযোগিতার ফাইনাল নিশ্চিত করে। ১০ মিনিটে মাগুরা একমাত্র গোলটি করেন সুজন।

তারুণ্যের উৎসব উপলক্ষে যশোর শামস্-উল-হুদা ফুটবল একাডেমির দক্ষিণাঞ্চলের চার একাডেমির অনূর্ধ্ব-১৮ খেলোয়াড়দের এ টুর্নামেন্টের আয়োজন করে।

দ্বিতীয় ম্যাচে নিজেদের ঘরের মাঠে ম্যাচের শুরু থেকে দুর্দান্ত খেলা উপহার দেয় শামস্-উল-হুদা ফুটবল একাডেমির খেলোয়াড়রা। ম্যাচে এতটাই দাপট ছিল যে প্রতিপক্ষ খুলনা ফুটবল একাডেমির ফরোয়ার্ড লাইনের খেলোড়রা শামস্-উল-হুদা একাডেমির ডি-বক্সের মধ্যে বল নিয়ে যেতে পেরেছে ২-৩ তিনবার।
শুরু থেকে বল দখলে এগিয়ে থাকলে গোল পেতে শামস্-উল-হুদা একাডেমির অপেক্ষা করতে হয়েছে ১৮ মিনিট। ম্যাচের প্রথম ১৫ মিনিট ডান প্রাপ্ত দিয়ে একের পর এক আক্রমন করলে গোল করতে পারছিলো না। কখনো প্রতিপক্ষের গোলকিপার হাতে স্পর্শে বা গোল বারের পাশ দিয়ে মারছিলেন।

১৫ মিনিট পর কৌশল বদলে বামপ্রান্ত দিয়ে আক্রমনে যায় শামস্-উল-হুদা ফুটবল একাডেমির খেলোয়াড়রা। তার ফল পেতে খুব বেশি সময় লাগেনি। ১৮ মিনিটে ডি বক্সের সামনে থেকে প্লেসিং শটে ১-০ করেন স্বপন। ৫মিনিটে পর আবার শামস্-উল-হুদা ফুটবল একাডেমিকে আনন্দ উপলক্ষ এনে দেন স্বপন। ৪৪ মিনিটে ব্যবধান ৩-০ করেন তারেক। জুলুর হেড থেকে বাম পায়ের শটে বল জালে জড়িয়ে দেন তারেক। ৬৭ মিনিটে হ্যাটট্রিক পূরন করেন স্বপন। ৭৮ মিনিটে শেষ পেরেক ঠুকেন জয়। আজ একই মাঠে বেলা সাড়ে তিনটায় ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

এর আগে প্রধান অতিথি যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রুহুল আমিন বেলুন ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য মোহাম্মদ শফিকুজ্জামান, শামস্-উল-হুদা ফুটবল একাডেমির পরিচালক শামস্-বারী-শিমুল, জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সম্পাদক এবিএম আখতারুজ্জামান, কোষাধ্যক্ষ সোহেল মাসুদ হাসান টিটো, ক্রীড়া সংগঠক খায়রুজ্জামান বাবু, আনিসুজ্জামান পিন্টু, শফিউর রহমান মোহন, যশোর শিক্ষা বোর্ডের ক্রীড়া কর্মকর্তা আফম আশাফুদ্দৌল্লা টিটো প্রমুখ।

Explore More Districts