একসাথে তিন সন্তানের মা হলেন মেহেন্দিগঞ্জের আঁখি আক্তার
২৫ June ২০২৫ Wednesday ১২:৩৫:৫৯ AM
মেহেন্দিগঞ্জ ((বরিশাল) প্রতিনিধি:
সোমবার বিকেলে বরিশাল নগরীর রাহাত আনোয়ার হাসপাতালে ঘটে গেল এক অনন্য ঘটনা। জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার প্রসূতি আঁখি আক্তার একসাথে জন্ম দিয়েছেন তিন সন্তান। হাসপাতাল সূত্রে জানা গেছে, মেহেন্দিগঞ্জ উপজেলার বাসিন্দা মোঃ ইকবাল হোসেনের স্ত্রী আঁখি আক্তার সোমবার পেটে তীব্র ব্যথা নিয়ে হাসপাতালের গাইনি ও প্রসূতি বিশেষজ্ঞ ডাঃ তাহুরা আক্তারের কাছে আসেন। পরীক্ষা-নিরীক্ষার পর দেখা যায়, আঁখি আক্তারের গর্ভে রয়েছে তিনটি সন্তান এবং তার শারীরিক অবস্থা সংকটাপন্ন।এ অবস্থায় ঝুঁকি নিয়েই ডাঃ তাহুরা আক্তার অত্যন্ত দক্ষতার সাথে আঁখির তাৎক্ষণিক সিজারিয়ান অপারেশন করেন।এবং জন্ম নেয় দুই কন্যা ও এক পুত্র সন্তান। বর্তমানে মা ও তিন সন্তানই সুস্থ অবস্থায় হাসপাতালের ৮১১ নম্বর কেবিনে চিকিৎসাধীন রয়েছে।শিশুদের বাবা মোঃ ইকবাল হোসেন বলেন, “আল্লাহর উপর ভরসা রেখে আমাদের বিশ^াস ছিলো ডাঃ তাহুরার তত্ত্বাবধানে অপারেশন হলে আমার স্ত্রী ও সন্তানেরা নিরাপদ থাকবে।সবশেষ তাই প্রমাণিত হয়েছে। এর জন্য আমার পরিবার আল্লাহর দরবারে শুকরিয়া এবং ডাঃ তাহুরাকে ধন্যবাদ জানাই।” এদিকে রাহাত আনোয়ার হাসপাতাল কর্তৃপক্ষ বলছে এমন একটি সফল ও মানবিক চিকিৎসা অভিজ্ঞতার অংশ হতে পেরে আমরা সত্যিই আনন্দিত।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
২৪ ঘণ্টায় ডেঙ্গু আ*ক্রা*ন্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩৯৪ জন, বরিশালেই ১৫৭
করোনায় আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ১৯
প্রধান উপদেষ্টা ও দুদককে উকিল নোটিশ পাঠালেন টিউলিপ সিদ্দিক
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৯২