একমাত্র শান্তিতেই উন্নয়ন সম্ভব : গোপালগঞ্জের জনসভায় বেসামরিক বিমান, পরিবহন ও পর্যটন মন্ত্রী -মুহাম্মদ ফারুক এমপি.

একমাত্র শান্তিতেই উন্নয়ন সম্ভব : গোপালগঞ্জের জনসভায় বেসামরিক বিমান, পরিবহন ও পর্যটন মন্ত্রী -মুহাম্মদ ফারুক এমপি.

 

তানভীর হাসান সৈকত,গোপালগঞ্জঃ

বেসামরিক বিমান, পরিবহন ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান এমপি বলেছেন,আমরা শান্তিতে বিশ্বাস করি, কারণ একমাত্র শান্তিতেই উন্নয়ন সম্ভব। আমরা সন্ত্রাসী জনপদ চাই না। যারা এধরনের লজ্জাজনক কর্মকাণ্ড করেছে তারা নিজেরা লজ্জিত হবে।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে গোপালগঞ্জের মুকসুদপুরে  আওয়ামী লীগের নেতাকর্মী ও সাধারণ জনগণের সাথে মত বিনিময় সভা ও ঐচ্ছিক তহবিলের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী আরো বলেন, নির্বাচনত্তোর শান্তি সমাবেশ শেষে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহিদুর রহমান টুটুল ও সহ-সভাপতি সিরাজসহ নেতৃবৃন্দের উপর হামলা করা হয়েছে। তারা হামলা করে জঘন্যতম কাজ করেছে। আমাদের সমাজে বসবাস করার মতো যোগ্য তারা নয়। তারা শান্তি চায় না, তারা অশান্তি চায়। এই দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে আপনাদের সোচ্চার হতে হবে। আওয়ামী লীগকে আরও শক্তিশালী হতে হবে।

মুকসুদপুর উপজেলা পরিষদের ফারুক খান মিলনায়তনে পৌর আওয়ামী লীগ সম্পাদক লুৎফর রহমান মোল্যার সঞ্চালনায় ও পৌর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য কানতারা খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম শিকদার, মুকসুদপুর পৌর মেয়র আশরাফুল আলম শিমুল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শ্যামল কান্তি বোস, হুজ্জাত হোসেন লিটু মিয়া, সিরাজুল ইসলাম মিয়া, যুগ্ম সম্পাদক মহিউদ্দীন আহম্মেদ মুক্তু মুন্সী, সাব্বির খান, উপজেলা মহিলা লীগের সভাপতি নেত্রী তাপসি বিশ্বাস দুর্গা, পৌর আওয়ামী লীগ নেতা নাইমুল হাকিম জুম্মান, শাহিনুজ্জামান মিয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

মত বিনিময় সভা শেষে ৩৩ জন সুবিধাভোগীর মাঝে ১০ হাজার ও ৫ হাজার করে মোট এক লাখ পঁচাত্তর হাজার টাকার চেক বিতরণ করা হয়। এরপর তিনি পূর্ণ নির্ধারিত বিভিন্ন ইউনিয়নের সাধারণ জনগণ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের সাথে মতো বিনিময় সভায় যোগ দেন।

Explore More Districts