Advertisement
চট্টগ্রামে একদিনের ব্যবধানে আবারও হত্যায় শিকার হলো এক হাতি। শুক্রবার বাঁশখালীর চাম্বল ইউনিয়নের একটি ধান ক্ষেতে এক হাতির মৃত্যুর পর এবার চকরিয়াতে একটি হাতিকে হত্যার পর মাটিচাপা দিয়েছে দুষ্কৃতিকারীরা।
আজ শনিবার (১৩ নভেম্বর) চকরিয়া হারবাং এলাকায় সকালের দিকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে যান বন বিভাগের কর্মকর্তা ও উপজেলা প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা।
এসময় তারা বলেন, গত দু দিন আগে হারবাং এলাকা কিছু দুষ্কৃতিকারীরা এই হাতিটি মেরে মাটিতে চাপা দেয়,তবে মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য হাতিটির দেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।
এদিকে চকরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.সুপন নন্দী সিটিজি নিউজকে বলেন, সন্ধ্যা হলেই কৃষকেরা হাতির আক্রমণ থেকে তাঁদের সবজিখেত, ফসল রক্ষা করতে বিভিন্ন স্থানে জেনারেটরের মাধ্যমে জিআই তার দিয়ে বিদ্যুতের সংযোগ দেন। সেই বৈদ্যুতিক তারে জড়িয়েই হাতিটি মারা যায়।
উল্লেখ্য, ২০১২ সালে বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন বলছে, কোনো ব্যক্তি লাইসেন্স গ্রহণ না করে কোনো বাঘ বা হাতি হত্যা করলে তিনি অপরাধ করেছেন বলে গণ্য হবেন। এ অপরাধের জন্য জামিন অযোগ্য হবেন এবং তিনি সর্বনিম্ন ২ বছর এবং সর্বোচ্চ ৭ বছর পর্যন্ত কারাদণ্ড ।
এমকে