একতা ব্লাড ডোনেট সামাজিক সংগঠনের সেচ্ছাসেবীদের ঈদ পুনর্মিলনী

একতা ব্লাড ডোনেট সামাজিক সংগঠনের সেচ্ছাসেবীদের ঈদ পুনর্মিলনী

একতা ব্লাড ডোনেট সামাজিক সংগঠনের সেচ্ছাসেবীদের ঈদ পুনর্মিলনী

`যদি হই রক্তদাতা, জয় করবো মানবতা’ এ স্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুরের রামগতিতে একতা ব্লাড ডোনেট সামাজিক সংগঠনের সেচ্ছাসেবীদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে রামগতি রব্বানিয়া ফাজিল মাদ্রাসা মিলনায়তনে ঈদ পুনর্মিলনীর আয়োজন করা হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক তানভীর ইভানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক মিসু সাহা নিক্কন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন উক্ত সভাপতি মো. ইলিয়াছ খান।

এসময় আরো বক্তব্য দেন, একতা ব্লাড ডোনেট সামাজিক সংগঠনের আল আমিন, মডারেটর মীর জিহাদুল ইসলাম, সাবেক তথ্য যোগাযোগ বিষয়ক সম্পাদক আশিকুর রহমান নাঈম, সমাজসেবা বিষয়ক সম্পাদক জীবন আহমেদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মো:ইয়াছিন আরাফাত, যুগ্ন সাধারণ সম্পাদক আরজু বিনতে অধরা, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মইনুল ইসলাম মামুনসহ প্রমুখ।

উল্লেখ্য: একতা ব্লাড ডোনেট সামাজিক সংগঠন জেলার বিপন্ন মানুষের পাশে থেকে গত চার বছর ধরে প্রায় ১০০০ মুমূর্ষ রোগিদের রক্তদান, বিভিন্ন স্থানে ২২তম ফ্রি ব্লাড ক্যাম্পিং, শীত বস্ত্র, ঈদ সমগ্রী বিতরণ ও করোনাকালীন সময়ে নিম্মমধ্যবিত্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন, খাদ্যের জোগান দিয়েছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রান সামগ্রী বিতরণসহ বিভিন্ন মানবিক সেবা পরিচালনা করে আসছে।

Explore More Districts