একটি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে গোপালগঞ্জ জেলা সদরের দীঘার কুল এলাকায় কামরুল শেখের নেতৃত্বে ব্যাপক লুটপাট ও ভাঙচুরের অভিযোগ ….
{“remix_data”:[],”remix_entry_point”:”challenges”,”source_tags”:[],”origin”:”unknown”,”total_draw_time”:0,”total_draw_actions”:0,”layers_used”:0,”brushes_used”:0,”photos_added”:0,”total_editor_actions”:{},”tools_used”:{},”is_sticker”:false,”edited_since_last_sticker_save”:false,”containsFTESticker”:false}
স্টাফ রিপোর্টঃ
গোপালগঞ্জ জেলা সদরের দীঘার কুল এলাকায় একটি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এলাকার নিরীহ বেপারী সম্পদের বাড়িঘরে ব্যাপক লুটপাট গবাদিপশু, পাখি, স্বর্ণালংকা সহ নগদ টাকা নিয়ে যাওয়া সহ মারধরের অভিযোগ উঠেছে।
ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে দেখা যায় গত ২ সেপ্টেম্বর একই এলাকার বেপারী সম্প্রদায়ের একজন কৃষক মোশারফ মোল্লা ৪৫ পিতা মজিবর মোল্লা গ্রাম দিঘার কুল কৃষি কাজের জন্য নিজ জমিতে যাচ্ছিলেন ।
পথিমধ্যে পার্শ্ববর্তী বোরাসি ইউনিয়নের ঘোষগাতি গ্রামের প্রভাবশালী সম্প্রদায়ের হারান শেখ মোশারেফ মোল্লার কাছে চাঁদা দাবি করে উক্ত চাঁদাবাজ টাকা দিতে অস্বীকার করায় দুজনের ভেতর ধস্তাধস্তি হয় এক পর্যায়ে মোশারফ এর হাতে থাকা গরু চরানোর লাঠির আঘাতন লাগলে হারান আহত হয় ।
ইতিমধ্যে এলাকাবাসী এগিয়ে এসে হারানকে গোপালগঞ্জ ২৫০ সজ্জা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে ।
কর্তব্যরত ডাক্তাররা তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় প্রেরণ করেন । খুলনায় চিকিৎসারত অবস্থায় ১৫ ই সেপ্টেম্বর শনিবার সে মারা যান।
এই হত্যাকাণ্ডের সুযোগ নিয়ে এলাকার একশ্রেণীর দুর্বৃত্তরা এলাকার প্রভাবশালী কামরুল শেখের নেতৃত্বে বিশাল লুটপাট চালায় এ সময়ে কয়েকটি পরিবারের গোয়াল থেকে প্রায় ৫০ টি গরু, হাঁস, মুরগি ঘরের আসবাবপত্র টিভি ফ্রিজ নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে যায়। পাশাপাশি ব্যাপকভাবে ভাঙচুর করা হয় বসতবাড়িগুলো।
আজ ১৬ই সেপ্টেম্বর ২০২৪ গণমাধ্যমের কাছে এমন তথ্য তুলে ধরেছেন ভুক্তভোগী মোশারফ মোল্লার স্ত্রী রোজিনা বেগম (৪৫) এবং এলাকার আরেক ভুক্তভোগী দবির মিদ্ধার স্ত্রী ফুলজান বিবি ( ৬০)।
তারা এমন নেককার জন্য ঘটনার সঠিক তদন্ত-পূর্বক দশিদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের সাহায্য চেয়েছেন।
এসময় দোষীদের বিরুদ্ধে মামলা করার জন্য প্রস্তুতি ও নিচ্ছেন বলে তারা সাংবাদিকদের জানান।