একটি দল ধর্মকে ব্যবহার করে জান্নাতের টিকেট দিয়ার নামে নারীদেরকে বিভ্রান্ত করছে : বেগম সেলিমা রহমান – Habiganj News

একটি দল ধর্মকে ব্যবহার করে জান্নাতের টিকেট দিয়ার নামে নারীদেরকে বিভ্রান্ত করছে : বেগম সেলিমা রহমান – Habiganj News

একটি রাজনৈতিক দল ধর্মকে ব্যবহার করে জান্নাতের টিকেট দেয়ার নামে নারীদেরকে বিভ্রান্ত করছে বলে মন্তব্য করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং নারী ও শিশু অধিকার ফোরামের আহবায়ক বেগম সেলিমা রহমান বলেছেন, গ্রামের নারীরা অত্যন্ত সরল সহজ, এই সুযোগ নিয়ে একটি রাজনৈতিক দল ধর্মকে ব্যবহার করে জান্নাতের টিকেট দেয়ার বামে নারীদেরকে বিভ্রান্ত করছে। আমরা প্রত্যেকে ধার্মিক, কিন্তু ধর্ম নিয়ে যে রাজনীতি হয়না এটি সবাইকে বুঝাতে হবে। প্রান্তিক এলাকার নারী জনপ্রতিনিধিরাই আমাদের নির্বাচনের অন্যতম চালিকা শক্তি। আপনারাই নিজ এলাকার সব কিছু জানেন। আপনাদের সঙ্গে জনগণের সংশ্লিষ্টতা আছে। আপনারাই তৃণমূলের নারীদের সাথে মুল সেতুবন্ধন। গ্রামের নারীরা খুবই সরল সহজ, তারা বেগম খালেদা জিয়া ও ধানের শীষকে ভালোবাসেন। গ্রামের নারীরাই নেত্রীর জন্য নামাজ পড়ে, রোজা রেখে দোয়া করেছেন, অন্যান্য ধর্মালম্বীরাও প্রার্থনা করেছেন। বেগম খালেদা জিয়া এতো নির্যাতনের পরও দেশ ছেড়ে কোথাও পালিয়ে জাননি। তিনি দেশের মানুষকে ভালোবাসেন। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে।

 

 

শনিবার দুপুরে নগরীর একটি অভিযাত হোটেলে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত বিভিন্ন অংশীজন সমন্বয়ে ‘সমাজে নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠা বিএনপির নির্বাচনী অগ্রাধিকার শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা সংষ্কার কর্মসূচিতে সব রকম সংষ্কারের কথা সবার অধিকারের কথা রয়েছে।আমরা ৩১ দফা নিয়ে মানুষের কাছে যাই, কিন্তু ৩১ দফার কোন বিষয়ই মানুষকে বুঝিয়ে বলিনা। আমাদেরকে এই বিষয়টি খেয়াল রাখতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নারী ক্ষমতায়নের বিজ বপন করেছিলেন। তিনি যৌতুক বিরোধী আইন করেছেন, কর্মক্ষেত্র সহ সর্বক্ষেত্রে নারীদের কোটা তৈরি করেছিলেন। নারীদেরকে প্রতিটি ক্ষেত্রে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। মেয়েদেরকে কারিগরী শিক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে হবে। নারীরাই একটি পরিবারের উন্নয়নের মুল চালিকাশক্তি। আপনারা যখন ঘরে ঘরে যাবেন, নারীদের সাথে কথা বলবেন। বিএনপি নারীদের জন্য যা যা করছে সেই বার্তা পৌঁছে দিতে হবে। তাই আমাদেরকে প্রতিটি পাড়ায় পাড়ায় টিম গঠন করে ধানের শীষের পক্ষে প্রচারণা জোরদার করতে হবে। সিলেটবাসীর প্রিয় নেতা এম. ইলিয়াস আলী ও ইফতেখার আহমদ দিনারকে গুম করা হয়েছে। তারা দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথে ছিল।

 

নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব এডভোকেট নিপুন রায় চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদির লুনা, জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জিকে গউছ, সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন ও মিফতাহ্ সিদ্দিকী।

 

অনুষ্ঠানে সিলেট বিভাগের বর্তমান ও সাবেক নারী চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সভায় বক্তারা দেশের নারী ও শিশুদের অধিকার প্রতিষ্ঠায় আগামী জাতীয় সংসদ নির্বাচন সিলেটের প্রতিটি আসনে ধানের শীষ প্রতীককে বিপুল ভোটে বিজয়ী করেন।

 

এসময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, এডভোকেট হাদিয়া চৌধুরী মুন্নী, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এডভোকেট আব্দুল হক, নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য নইমা খন্দকার।

 

অনুষ্ঠানে বর্তমান ও সাবেক জনপ্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন- মুসলিমা আক্তার চৌধুরী, সুফিয়া আক্তার হেলেন, খোদেজা রহিম কলি, স্বপ্না বেগম, সুফিয়া সোলেমান কলি, নাসিমা আক্তার খান, নুরুন্নাহার, মো. মদিনা আক্তার, হেলেনা চৌধুরী, মোছা. রেহানা বেগম, মনোয়ারা বেগম, দিবা রানী দে বাবলী, শাহেনা আক্তার, সৈয়দা লাভলি সুলতানা, নাদিরা বেগম প্রমূখ।

Explore More Districts