একটা সমবায় সমিতি এতো জৌলুসপূর্ণ হতে পারে তা আমার জানা ছিলো না: ডিসি

একটা সমবায় সমিতি এতো জৌলুসপূর্ণ হতে পারে তা আমার জানা ছিলো না: ডিসি

উৎসবমুখর পরিবেশ ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত সমবায় প্রতিষ্ঠান চান্দ্রা শিক্ষিত বেকার যুব বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ২৫তম বার্ষিক সাধারণ সভা, ফ্যামিলি ডে এবং জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) চাঁদপুর স্টেডিয়ামে দিনব্যাপী এ আয়োজন করা হয়। প্রতি বছরের মতো এবারও বার্ষিক সাধারণ সভা ও ফ্যামিলি ডে’র আয়োজনটি সমিতির বৃহত্তর পরিবারের মিলনমেলায় পরিণত হয়। রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মিলনমেলার সমাপ্তি ঘটে।

সন্ধ্যায় চান্দ্রা শিক্ষিত বেকার যুব বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন শেখের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। তিনি বলেন, একটা সমবায় সমিতি এতো জৌলুসপূর্ণ হতে পারে তা আমার জানা ছিল না। বাংলাদেশের প্রতিটি জেলায় এমন একটি করে সমবায় সমিতি থাকা দরকার। শিক্ষার প্রসারেও এই সমিতি পরোক্ষভাবে কাজ করছে। তবে এর পাশাপাশি সামাজিক কার্যকলাপ চালিয়ে যেতে হবে।

বিশেষ অতিথি বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব (পিপিএম)। তিনি বলেন, সমবায়ের ম্যধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করে বেকারত্ব দূর করা যায়। সদর মডেল মোহাম্মদ বাহার হোসেন আমি এই সমিতির উত্তরোত্তর সফলতা কামনা করছি।

স্টাফ রিপোর্টার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

Explore More Districts