এককভাবে এই জয়কে সেরা মানতে নারাজ রাজ্জাক

এককভাবে এই জয়কে সেরা মানতে নারাজ রাজ্জাক

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের মাউন্ট মঙ্গানুই টেস্ট জয়কে অনেকেই টেস্টে দেশের সেরা জয় হিসেবে অভিহিত করছেন। তবে শুধু এই জয়কে সেরা হিসেবে মানতে নারাজ নির্বাচক ও সাবেক স্পিনার আব্দুর রাজ্জাক। এই জয়কে অন্যান্য বড় টেস্ট জয়ের সাথে একই কাতারে রাখতে চান তিনি।

এই জয়কেই সেরা মানতে নারাজ রাজ্জাক
আব্দুর রাজ্জাক। ছবি : বিসিবি

দ্বিতীয় টেস্ট শুরুর আগে নিউজিল্যান্ড থেকে রাজ্জাক জানান, বর্তমান প্রেক্ষাপট বিচারে মাউন্ট মঙ্গানুই টেস্ট বাংলাদেশের জন্য সেরা সাফল্য হলেও আগের অর্জনগুলোকে খাটো করে দেখার সুযোগ নেই।

Advertisment

রাজ্জাক বলেন, ‘টেস্ট জেতা অনেক অনেক বড় ব্যাপার। তার ওপর সেটা যদি হয় নিউজিল্যান্ডের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে! আমি যেটা বলব- এটা আমাদের অন্যতম সেরা জয়।’

মাউন্ট মঙ্গানুই টেস্টকে বাংলাদেশের সেরা জয়গুলোর একটি হিসেবে আখ্যায়িত করা রাজ্জাক বলেন, ‘যে সময়গুলোতে আমরা টেস্ট জিতেছি, প্রত্যেকটা সময়ই এরকম গুরুত্বপূর্ণ ছিল। সময় অনুযায়ী গুরুত্ব অনুধাবন হয়। এই সময়ের জন্য এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল, মনে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আবার যখন আমরা প্রথম টেস্ট জিতেছিলাম সেটা ছিল আরও বেশি।’

তিনি আরও বলেন, ‘যতগুলো টেস্ট আমরা জিতেছি আমাদের কাছে মনে হয়েছে এটাই মনে হয় সেরা। তবে এটা অন্যতম সেরা।’

ইতিহাস গড়ার পরও এই ম্যাচ ভুলে যেতে চান মুমিনুল
টেস্টের আরও কিছু অর্জনকে এই জয়ের কাতারে রাখতে চান রাজ্জাক। ফাইল ছবি

রাজ্জাক অবশ্য এই টেস্ট জয় বা এই সিরিজ নিয়ে বেশি মাতামাতির পক্ষে নন। বরং এই সিরিজ শেষে পরের সিরিজের জন্য প্রস্তুতিতেই ক্রিকেটারদের নজর দেওয়া উচিৎ, মনে করেন এই নির্বাচক।

রাজ্জাকের ভাষায়, ‘পাকিস্তান সিরিজের দ্বিতীয় টেস্ট আমাদের খুব খারাপ গেছে। খারাপ জিনিস নিয়ে বেশি আলোচনা করা উচিৎ নয়। খেলোয়াড়রা ভালোভাবেই বুঝতে পেরেছে পারফরম্যান্স যে ভালো হয়নি। তাদের এটাই বোঝানো হয়েছে যে- জিনিসটা ভালো হয়নি, এটা থেকে ঘুরে দাঁড়াতে হবে। শুধু এতটুকুই। বাকি কাজ ওরা সুন্দরভাবে করেছে। যার ফলস্বরূপ নিউজিল্যান্ডে এসে টেস্ট জিতেছি।’

‘আমার কাছে মনে হয় না পেছনে তাকান উচিৎ। এই সিরিজ শেষ করার পর পরবর্তী সিরিজের জন্য প্রস্তুত হওয়া উচিৎ। এই সিরিজ নিয়েও বেশি কথা না বলি।’– বলেন রাজ্জাক।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনের চ্যাটে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime Crickey সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Explore More Districts