এইচএসসি পরীক্ষা: বরিশাল বোর্ডে অংশ নেবে ৬১ হাজার শিক্ষার্থী

এইচএসসি পরীক্ষা: বরিশাল বোর্ডে অংশ নেবে ৬১ হাজার শিক্ষার্থী

২৫ June ২০২৫ Wednesday ৮:৫৭:৪৮ PM

Print this E-mail this


আমাদের বরিশাল ডেস্ক:

এইচএসসি পরীক্ষা: বরিশাল বোর্ডে অংশ নেবে ৬১ হাজার শিক্ষার্থী

সারা দেশের ন্যায় বরিশালে আগামীকাল বৃহস্পতিবার (২৬ জুন) থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এ বছর বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ৬১ হাজার ২৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিবে।

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জি এম শহিদুল ইসলাম। বরিশাল শিক্ষা বোর্ড থেকে জানানো হয়েছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এ বছর নিয়মিত শিক্ষার্থীর সংখ্যা ৫৩ হাজার ৫৫০ জন। জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী রয়েছে ৮৯ জন, অনিয়মিত পরীক্ষার্থী রয়েছে ৭৩৮৬ জন।

বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ৩৪৯টি কলেজের মোট ১৪৪টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ১১ হাজার ৮৪১, মানবিক বিভাগে ৪৩ হাজার ৯ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৬ হাজার ১৭৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবেন। এর মধ্যে তিনটি বিভাগে মোট ছাত্র শিক্ষার্থীর সংখ্যা ২৮ হাজার ৭৯৪ জন এবং ছাত্রী শিক্ষার্থীর সংখ্যা ৩২ হাজার ২৩১ জন। এ বছরও মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা বেশি।

ইতিমধ্যে পরীক্ষা অনুষ্ঠিত লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বরিশাল শিক্ষা বোর্ড। বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ৬ জেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এরই মধ্যে পরীক্ষার কেন্দ্রগুলোতে যাবতীয় সরঞ্জাম সরবরাহ করা হয়েছে।

সম্প্রতি ডেঙ্গু ও করোনাকে কেন্দ্র করে শিক্ষা বোর্ড বেশ কিছু স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দিয়েছেন। কেন্দ্রে প্রত্যেক শিক্ষার্থীকে মাক্স ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া প্রবেশপথে হ্যান্ড স্যানিটাইজার রাখারও ব্যবস্থা করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় থেকে স্বাস্থ্যবিধির সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথাও জানিয়েছে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইউনুস আলী সিদ্দিকী। এদিকে এইচএসসি পরীক্ষা দুই মাস পেছানোর দাবিতে বরিশাল শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে বেশ কিছু শিক্ষার্থী। তারা করোনাকে কেন্দ্র করে স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখে পরীক্ষা পেছানোর দাবি জানান।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts