এআই বেকার মানুষদের পাশে ইতালি

এআই বেকার মানুষদের পাশে ইতালি

এআই বেকার মানুষদের পাশে ইতালি

নিজ দেশের বেকার মানুষের দক্ষতা বাড়ানোর পাশাপাশি অটোমেশন ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থার উত্থানে চাকরি ছাঁটাইয়ের ঝুঁকিতে থাকা কর্মীদের জন্য তিন কোটি ৩০ লাখ ডলারের তহবিল বরাদ্দ দিয়েছে ইতালি।

এফআরডি বলেছে, উন্নত প্রশিক্ষণের জন্য এই তহবিল দুটি পদ্ধতিতে বরাদ্দ হবে। এর মধ্যে সর্বমোট এক কোটি নয় লাখ ডলার (এক কোটি ইউরো) খরচ হবে চাকরি অটোমেশন ও প্রযুক্তিগত উদ্ভাবনের কারণে প্রতিস্থাপিত হওয়ার উচ্চ ঝুঁকিতে আছে এমন ব্যক্তিদের জন্য। এবং এই তহবিলের বাকি অংশ অর্থাৎ দুই কোটি ১৮ লাখ ডলার (দুই কোটি ইউরো) খরচ হবে বেকার ও অর্থনৈতিকভাবে নিষ্ক্রিয় ব্যক্তিদের ডিজিটাল দক্ষতা বাড়িয়ে চাকরির বাজারে তাদের প্রবেশের সুযোগ বাড়ানোর উদ্দেশ্যে।

২০২১ সালে ইতালীয়দের ডিজিটাল দক্ষতা বাড়ানোর লক্ষ্যে রোম সরকারের প্রকল্প ফন্দো পার লা রিপাবলিকা ডিজিতালে এফআরডি এর তথ্য অনুসারে, দেশটির ১৬ থেকে ৭৪ বছর বয়সী ব্যক্তিদের ৫৪ শতাংশেরই মৌলিক ডিজিটাল দক্ষতা নেই। ওই তুলনায় ইউরোপীয় ইউনিয়নে এর গড় কেবল ৪৬ শতাংশ।

টিএ

Explore More Districts