আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) ইংরেজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ইরাম আজমাইন মুগ্ধ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অর্থায়নে আয়োজিত ‘স্টাডি অব দ্য ইউ এস ইনস্টিটিউটস (এসইউএসআই)’ শিক্ষার্থী-বিনিময় প্রোগ্রামের জন্য নির্বাচিত হয়েছেন।
এই মর্যাদাপূর্ণ কর্মসূচির আওতায় ইরাম আজমাইন মুগ্ধ এক মাসের জন্য যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নেভাডা, রেনোতে অংশগ্রহণ করবেন। সেখানে তিনি ‘ন্যাচারাল রিসোর্সেস’ বা প্রাকৃতিক সম্পদবিষয়ক বিভিন্ন একাডেমিক সেশন এবং সাংস্কৃতিক কার্যক্রমে অংশ নেবেন।