#ইসলামাবাদ: ক্ষমতা হারানোর ছ’ মাসের মধ্যেই পাকিস্তানে জোরালো প্রত্যাবর্তনের ইঙ্গিত দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান৷ দেশে সদ্য সমাপ্ত উপনির্বাচনে আটটির মধ্যে ছ’টি আসনেই জয়ী হয়েছে ইমরানের দল তেহরিক-ই-ইনসাফ৷ এর ফলে পাকিস্তানে জাতীয় নির্বাচন এগিয়ে আনার জন্য ক্ষমতাসীন সরকারের উপরে চাপ বাড়াতে পারবে ইমরানের দল৷
পাকিস্তানের জাতীয় নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ইমরান খানের দল আটটি আসনেই লড়াই করে ছ’টিতে জয়ী হয়েছে৷ অন্যদিকে পাকিস্তানে ক্ষমতাসীন পাকিস্তান পিপলস পার্টি বাকি দু’টি আসনে জয়ী হয়েছে৷
গত এপ্রিল মাসে আস্থা ভোটে হেরে ক্ষমতা হারান ইমরান৷ ইস্তফা দেন ইমরানের দলের ১৩১ জন সাংসদ৷ সেই আসনগুলিতেই ধাপে ধাপে উপনির্বাচন হচ্ছে৷
আরও পড়ুন: খাড়গে না থারুর? আজ কংগ্রেসের সভাপতি নির্বাচন, কলকাতাতেও চলছে ভোট গ্রহণ
ক্ষমতা হারানোর পর থেকেই দেশের বিভিন্ন প্রান্তে সভা করছেন ইমরান৷ সেগুলিতে ভিড়ও হচ্ছে চোখে পড়ার মতো৷ প্রতিটি সভাতেই দেশের নির্বাচন এগিয়ে আনার জন্য পিপিপি সরকারের উপরে চাপ বাড়াচ্ছেন ইমরান৷
এই মুহূর্তে পাকিস্তানে চূড়ান্ত চাপের মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকার৷ কারণ দেশের অর্থনৈতিক অবস্থা কার্যত ভেঙে পড়েছে৷ পাকিস্তানের ক্রেডিট রেটিং কমিয়ে দিয়েছে আন্তর্জাতিক মূল্যায়ন সংস্থা মুডিজ৷ এই পরিস্থিতিতে বিদেশ থেকে ঋণ নিয়ে পরিত্রাণ পাওয়ার পথও বন্ধ হচ্ছে ইসলামাবাদের সামনে৷ তার উপরে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় পরিস্থিতি আরও জটিল হয়েছে৷ আর এই সুযোগকে কাজে লাগিয়েই ক্ষমতাসীন সরকারের উপরে চাপ বাড়াচ্ছেন ইমরান খান৷ দলের নেতাদের দাবি, উপনির্বাচনের ফলই বলছে জনসমর্থন ইমরানের পক্ষেই রয়েছে৷
Published by:Debamoy Ghosh
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Imran Khan, Pakistan