উপদেষ্টা পরিষদের নতুন সদস্য শিল্পপতি শেখ বশির উদ্দিনের প্রত্যাহার দাবিতে যশোরে বিক্ষোভ মিছিল হয়েছে। রোববার রাত সাড়ে ১১টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা শহরের দড়াটানা মোড় থেকে মিছিল বের করে। মিছিল শেষে তারা দড়াটানা ভৈরব চত্বরে পথসভা করে।
রোববার সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম, শিল্পপতি শেখ বশির উদ্দিন ও চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। যশোরে সন্তান শেখ বশির উদ্দিন দেশের শীর্ষস্থানীয় শিল্প গোষ্ঠী আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও গ্রুপের প্রতিষ্ঠাতা শেখ আকিজ উদ্দিনের সন্তান। তার ভাই শেখ আফিল উদ্দিন যশোর-১ আসনে আওয়ামী লীগের মনোনয়নে চার মেয়াদের সংসদ সদস্য। উপদেষ্টা হিসেবে তার শপথ গ্রহণের পর প্রতিবাদে মুখর হয়েছে যশোরের বৈষম্য বিরোধী ছাত্র সমাজ। তারা আওয়ামী লীগের দোসর বশির উদ্দিনের প্রত্যাহার চেয়ে আজ রাত ১১টায় শহরের দড়াটানা মোড় থেকে মিছিল বের করে। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে তারা দড়াটানা ভৈরব চত্বরে পথসভা করে।
এসময় ছাত্র নেতৃবৃন্দ বলেন, শেখ বশির বৈষম্য বিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থান বিরোধী তৎপরতায় সরাসরি জড়িত ছিলেন। ফ্যাসিস্ট সরকারের এই দোসরকে আইনের আওতায় আনার পরিবর্তে উপদেষ্টা নিয়োগ দেয়ার ঘটনা আমাদেরকে হতবাক করেছে। এটা শহীদের রক্তের সাথে বেঈমানী ছাড়া আর কিছু নয়।
তারা বলেন, রক্তের বিনিময়ে ছাত্রজনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচারের হাত থেকে মুক্তি পায় জনগন। আন্দোলনে ছাত্র হত্যার সাথে জড়িত ব্যক্তিকে উপদেষ্টা হিসাবে মেনে নিবেনা তারা।
পথসভায় সমন্বয়ক রাশেদ খান, সুকর্ণ মারুফ, নূর ইসলাম, এস কে সুজন বক্তব্য রাখেন।