উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ এনে সংবাদ সম্মেলন – DesheBideshe

উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ এনে সংবাদ সম্মেলন – DesheBideshe



উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ এনে সংবাদ সম্মেলন – DesheBideshe

ঢাকা, ২৯ এপ্রিল – উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে আওয়ামী লীগের দোসরদের পুনর্বাসনের অভিযোগ তুলেছেন একদল ব্যক্তি। একই সঙ্গে তার পদত্যাগ দাবি করা হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। ‘মুরাদনগর উপজেলা সনাতন ধর্মাবলম্বী জনতা’ ব্যানারে এ সংবাদ সম্মেলন হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুরাদনগর উপজেলা পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি দীন দয়াল পাল।

তিনি বলেন, ‘মুরাদনগর উপজেলায় যানজট নিরসনে সাবেক পাঁচবারের এমপি মোফাজ্জল হোসেন কায়কোবাদ স্বেচ্ছাসেবক নিয়োগ করেন। তবে পুলিশকে ব্যবহার করে উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা, চাচাতো ভাই ছাত্রলীগ নেতাকর্মীদের দিয়ে স্বেচ্ছাসেবকদের মারধর করে পুলিশে দেয়। এখনো কুমিল্লার এসপি ও ডিবির হয়রানির শিকার মুরাদনগরের মানুষ।’

লিখিত বক্তব্যে আরও বলা হয়, ‘শুধু জনপ্রিয়তার অপরাধে পাঁচবারের এমপি কায়কোবাদকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দুর্নীতিবাজ এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুন ও ফ্যাসিস্ট শেখ হাসিনা ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে দেশান্তর করে। নব্য ফ্যাসিবাদ ইতোমধ্যে কুমিল্লার এসপি ডিবিসহ মুরাদনগরের দুই ওসিকে দিয়ে কায়কোবাদের বিশ্বস্ত নেতাকর্মীদের পাশাপাশি মুরাদনগরের কায়কোবাদপ্রেমী আম-জনতাকে হয়রানি করছে।’

সংবাদ সম্মেলন শেষে নিজেদের নিরাপত্তা ও উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করা হয়।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ২৯ এপ্রিল ২০২৫



Explore More Districts