নিজস্ব প্রতিবেদক : গৃহকর্মীদের সুরক্ষা, ক্ষমতায়ন ও মর্যাদা বৃদ্ধির পাশাপাশি তাদের বাড়তি আয় বৃদ্ধির লক্ষ্যে উন্নয়ন সংঘের স্ক্রিপ্ট প্রকল্পের উদ্যোগে পাঁচ দিনের প্রশিক্ষণ বৃহস্পতিবার সমাপ্ত হয়েছে। প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম।
উন্নয়ন সংঘের প্রশিক্ষণ কেন্দ্র ডিটিআরসিতে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাদৎ হোসেন। এতে বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের পরিচালক কর্মসূচি মুর্শেদ ইকবাল, স্ক্রিপ্ট প্রকল্পের ব্যবস্থাপক লিটন সরকার, প্রকল্প কর্মকর্তা আরজু মিয়া, গৃহকর্মীদের উন্নয়নে গঠিত কমিটির সাধারণ সম্পাদক নাছিমা বেগম প্রমুখ।
উল্লেখ বাংলাদেশের সর্ববৃহৎ স্টিল কোম্পানি বিএসআরএম এর অর্থায়নে উন্নয়ন সংঘের মাধ্যমে বাস্তবায়নাধীন স্ট্রেংদেনিং ক্যাপাসিটি এন্ড রাইটস ইনিসিয়েটিভ থ্রো প্রমোশন অফ টেকনোলজিস (স্ক্রিপ্ট) প্রকল্পটি জামালপুর ও শেরপুরে বাস্তবায়ন হচ্ছে।
প্রকল্পটির কার্যক্রমের ধারাবাহিকতায় বসতবাড়ির অঙ্গিনায় সব্জী চাষ, গবাদি পশুপালন ও ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক পাঁচ দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে ২৫ জন গৃহকর্মী অংশ নেন। প্রশিক্ষণ পরিচালনায় সংশ্লিষ্ট সরকারি, বেসরকারি সংস্থার দক্ষ ব্যক্তিরা সহায়কের দায়িত্ব পালন করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা সমাজসেবা কর্মকর্তা বলেন গৃহকর্মীদের জীবন বদল তথা আর্থ-সামাজিক উন্নয়নে বিএসআরএম এর সহযোগিতায় উন্নয়ন সংঘ একটি মহৎ কাজ হাতে নিয়েছে। তিনি বলেন গৃহকর্মীদের মধ্যে যদি কারো বয়স্ক ভাতা, বিধবা ভাতা অথবা প্রতিবন্ধী ভাতার প্রয়োজন হলে যোগাযোগ করলে আমরা ভাতার ব্যবস্থা করে দিব।
স্ক্রিপ্ট প্রকল্পের আওতায় তৃতীয় লিঙ্গ, গৃহকর্মী ও বিপদাপন্ন নারী ও কিশোরীদের ক্ষমতায়ন ও মর্যাদাপূর্ণ জীবন উন্নয়নে উন্নয়ন সংঘ কাজ করছে ।


