সৈয়দ রাসেল, কলাপাড়া(পটুয়াখালী)পটুয়াখালীর কলাপাড়ায় গণ অধিকার পরিষদ কলাপাড়া উপজেলা শাখা আয়োজিত বৃহস্পতিবার (৩১ অক্টোবর) শেষ বিকেলে অনুষ্ঠিত এক গণ সংবর্ধনা সভায় নুরুল হক প্রধান অতিথির বক্তব্যে রাখেন।কলাপাড়া উপজেলা প্রশাসন খেলার মাঠে আয়োজিত গণ সংবর্ধনায় পটুয়াখালী জেলা সভাপতি সৈয়দ নজরুল ইসলাম লিটুর সভাপতিত্বে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন, গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও নারী অধিকার পরিষদের সমন্বয়ক ফাতিমা তাসনিম, কৃষিবিদ শহিদুল ইসলাম ফাহিম, সাধারণ সম্পাদক শাহআলম, আবু হানিফ হৃদয়, রবিউল ইসলাম, আনিসুর রহমান মুন্না প্রমুখ।গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, গণ অধিকার পরিষদের সারা দেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আগামি দুই-এক বছরে দেশে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে গণ অধিকার পরিষদ তিন’শ আসনে নির্বাচন করবে। তিনি আরও বলেন, বিগত ৩৩ বছরে যারাই ক্ষমতায় ছিল, তারাই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পুরনে সম্পুর্ণভাবে ব্যর্থ। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখল করে নিজেরা সুবিধা নিয়েছে। লুটপাট করেছে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিস্ট, স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। ছাত্র-জনতা ঐক্যবদ্ধ থাকলে কোন স্বৈরাচার আর মাথা তুলে দাঁড়াতে পারবে না। আগামির রাজনীতি হবে নতুনদের।তিনি আরও বলেন, কলাপাড়া একটি সম্ভাবনাময় উপজেলা। এখানের উন্নয়নকে বিবেচনায় রেখে জনস্বার্থকে প্রাধান্য দিয়ে আগামির নেতৃত্ব গড়ে তুলতে হবে। রাজনীতি থেকে প্রতিশোধ পরায়নতা বন্ধ করতে হবে। তিনি গণ অধিকার পরিষদের পতাকা সারা দেশে পৌছে দেওয়ার আহ্বান জানান।ওই সময় গণমাধ্যম কর্মীসহ নানা শ্রেণী পেশার মানুষ ও সাধারণ জনতা উপস্থিত ছিলেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
সংস্কারের অজুহাতে আওয়ামী লীগকে ধ্বংস করতে চায় ইউনূস সরকার’
সিদ্ধান্ত বদল, বিসিএস দেওয়া যাবে সর্বোচ্চ ৪ বার
৬ মেডিকেল কলেজের নাম পরিবর্তন, বঙ্গবন্ধু-হাসিনার নাম বাদ
দলগুলোর সঙ্গে সংলাপের ‘দরকার’ মনে করছে না নির্বাচন সংস্কার কমিশন