ঝালকাঠির কাঁঠালিয়ায় উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা-চাচাকে বেধড়ক পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে বখাটেদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা সোনা মিয়া (৬১) তিন বখাটের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও তিনজনকে আসামি করে বৃহস্পতিবার একটি মামলা করেছেন। পুলিশ এখনো কোনো আসামিকে গ্রেফতার করতে না পারায় ভুক্তভোগী পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে। সোমবার বেলা সোয়া ১২টার দিকে উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের জোড়খালী এলাকায় এ ঘটনা ঘটে। আসামিরা হলেন- মাহাবুব মল্লিকের ছেলে মো. রাজ মল্লিক (১৯), সালাম মল্লিকের ছেলে সিফাত মল্লিক (২২) ও মোস্তফা মল্লিকের ছেলে মো. আরিফ মল্লিক (২১)। এদের সবার বাড়ি পাটিখালঘাটা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জোড়খালী এলাকায়। এ ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছেন।মামলার এজাহারে বাদী উল্লেখ করেছেন, আসামিরা আমার প্রতিবেশী। তারা এলাকার চিহ্নিত বখাটে ও উচ্ছৃঙ্খল প্রকৃতির লোক। আমার মেয়ে এ বছর আমুয়া বন্দর আমির মোল্লা মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দেবে। মেয়ে স্কুলে আসা যাওয়ার পথে রাজ মল্লিক প্রেমের প্রস্তাবসহ বিয়ের প্রলোভন দিয়ে আসছে। আমার মেয়ে তার প্রস্তাবে রাজি না হয়ে বিষয়টি বাড়ির সবাইকে জানায়। আমরা বখাটে রাজ মল্লিককে একাধিকবার এরূপ কর্মকাণ্ড করতে নিষেধ করি। এতে ক্ষিপ্ত হয়ে আমার মেয়েকে রাজ মল্লিক অপহরণ করার ভয়-ভীতি দিতে থাকে। গত ১০ মার্চ সোমবার বেলা সোয়া ১২টার দিকে জোড়খালী এলাকায় আমার মেয়ে প্রাইভেট পড়া শেষ করে নিজ বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে নতুনবাজার জামে মসজিদের সামনের পাকা রাস্তায় পৌঁছলে আসামিরা আমার মেয়ের পথরোধ করে। আমার মেয়ে দৌড়ে বাড়িতে এসে বিষয়টি আমাকে জানালে আমি ঘটনাস্থলে এসে আসামিদের আমার মেয়ের পথরোধের বিষয়ে জিজ্ঞাস করি। এতে আসামিরা ক্ষিপ্ত হয়ে লাঠি ও লোহার রড দিয়ে আমাকে বেধড়ক মারধর করে। আমার মেয়ে আমাকে রক্ষা করার চেষ্টা করলে আসামিরা তাকেও মারপিট করে। আমরা আহত অবস্থায় ডাকচিৎকার করলে আমার ভাই মো. আলম বেপারী এসে আসামিদের বাধা দিলে তাকেও মারপিট করে আসামিরা। এ সময় আশপাশের লোকজন আসামিদের হাত থেকে আমাদের রক্ষা করেন। তখন আসামিরা লোকজনদের সামনে প্রকাশ্যে আমার মেয়েকে এসিড নিক্ষেপ, ধর্ষণ, অপহরণসহ বিভিন্ন ভয়ভীতি ও খুন জখমের হুমকি দিয়ে চলে যায়।এ বিষয়ে অভিযুক্ত রাজ মল্লিকের মা আমেনা বেগম বলেন, আমার স্বামী বিদেশে থাকায় ছেলেটা কিছুটা বখে গিয়েছে। আমি ওকে সামাল দিতে পারি না। এ ঘটনায় আইনগতভাবে যা কিছু হবে তা আমি মেনে নেব। ওসি মং চেনলা বলেন, এ ঘটনায় আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। পুলিশ প্রয়োজনে ভুক্তভোগী পরিবারকে সার্বক্ষণিক নিরাপত্তা দেবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
প্রবাসীর স্ত্রীসহ গৌরনদীতে শিবিরের সেক্রেটারী আটক
বরিশালে বাস শ্রমিকদের অবরোধ, যাত্রী ভোগান্তি চরমে
বরিশাল বিএনপিতে বিভক্ত,পাল্টা পাল্টি ইফতার আয়োজন
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ল আরও ২ মাস
পটুয়াখালীতে তিন হাজার কোটি টাকার তরমুজ বিক্রির সম্ভাবনা