উত্তরায় তাকওয়া মসজিদে তাবলীগ জামাতের দু’পক্ষের মারামারি

উত্তরায় তাকওয়া মসজিদে তাবলীগ জামাতের দু’পক্ষের মারামারি

রাজধানীর উত্তরায় তাকওয়া মসজিদে অবস্থান করা নিয়ে তাবলীগ জামাতের দুপক্ষের মধ্যে মারামারি হয়েছে। এতে তাবলীগের বেশ কয়েকজন মুসল্লি আহত হয়েছেন। পরে পুলিশের মধ্যস্থতায় মসজিদ কমিটি ও তাবলীগ জামাতের দুই পক্ষের মধ্যে বৈঠক হয়। সেই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তাকওয়া মসজিদে তাবলীগের কার্যক্রম বন্ধ থাকবে।

রোববার (২১ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। এরপর রাতেই তাকওয়া মসজিদের সামনে থেকে অন্যত্র চলে যায় মাওলানা সাদের অনুসারী মুসল্লিরা।

উত্তরার তাকওয়া মসজিদে আগে থেকেই তাবলীগের কার্যক্রম পরিচালনা করে আসছে মাওলানা জুবায়েরের অনুসারীরা। রোববার রাত ৮টার দিকে জামাত নিয়ে মসজিদে যেতে চায় মাওলানা সাদের অনুসারীরা। এ নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি বেধে যায়। এ সময় নষ্ট করা হয় মুসল্লিদের সাথে থাকা লাগেজ ও রান্নার সামগ্রী। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হওয়ার দাবি করেছে মাওলানা সাদের সমর্থক মুসল্লিরা।

ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তাকওয়া মসজিদের ভেতরে মাওলানা জুবায়েরের অনুসারীরা অবস্থান নেয়। আর বাইরে মাওলানা সাদের অনুসারীরা। এমন পরিস্থিতিতে মসজিদের ভেতরে দুপক্ষ, মসজিদ কমিটি ও পুলিশ বৈঠকে বসে। সেখানে সিদ্ধান্ত অনুযায়ী তাকওয়া মসজিদে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে তাবলীগের কার্যক্রম।

পরিস্থিতি নিয়ে মাওলানা জুবায়েরের অনুসারী ও পুলিশ কথা বলতে রাজি হয়নি। প্রতি বছর ইজতেমা ঘিরে সাদ ও জুবায়েরের অনুসারীরা তাকওয়া মসজিদে থেকেই কার্যক্রম পরিচালনা করে। এ বছর ৪ থেকে ৬ ফেব্রুয়ারি মাওলানা জুবায়েরের অনুসারী আর ৯ থেকে ১১ ফেব্রুয়ারি মাওলানা সাদের অনুসারীরা টঙ্গীর বিশ্ব ইজতেমায় অংশ নেবেন।

এটিএম/

Explore More Districts