৫ July ২০২৫ Saturday ৩:৩৬:০৮ PM | ![]() ![]() ![]() ![]() |
উজিরপুর ((বরিশাল) প্রতিনিধি:

বরিশালের উজিরপুরে জাল দলিলের বিরুদ্ধে মামলা করায় পূর্ব শত্রুতার জের ধরে জীবন চক্রবর্তী (৫৮) নামের এক রাজমিস্ত্রিকে মারধর করেছে প্রতিপক্ষরা বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত দশটায় বাগানি ব্রিজের পাশে এ ঘটনা ঘটে। আহত রাজমিস্ত্রি ওই থানার বামরাইল ইউনিয়নের ৭ নং ওয়ার্ড মূল পাইন গ্রামের বাসিন্দা অন্ত লাল চক্রবর্তীর ছেলে ।
বর্তমানে তিনি মুমূর্ষু অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। প্রতিপক্ষের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে ভুক্তভোগী পরিবার।
আহত সূত্রে জানা যায়, জীবন চক্রবর্তী বোন দোলা শর্মা বাবার জমি জাল দলিল করে ৪৮ শতাংশ জমি প্রতিবেশী শহিদুল আকনের কাছে বিক্রি করে। জীবন চক্রবর্তী নিরুপায় হয়ে সেই দলিলের বিরুদ্ধে মামলা করে। সি আর মামলা নাম্বার ২৪/২০২৪। মামলা করায় শহীদুল আকন বিভিন্ন সময় ভুক্তভোগী কে হুমকি দিয়ে আসছিল। ঘটনার দিন পূর্ব পরিকল্পিতভাবে শহিদুল আকন ও রোমান আকন সহ অজ্ঞাত ৬/৭ সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এ হামলা চালায়।
পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠায়। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |