২৯ September ২০২৫ Monday ৪:৫২:৫৩ PM | ![]() ![]() ![]() ![]() |
নাজমুল হক মুন্না, উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:

বরিশাল জেলার উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের বড়াকোঠা গ্রামের জমি বিক্রির কথা শুনে এক বৃদ্ধাকে অবরুদ্ধ করে রাস্তা বন্ধ করে জমি দখলের অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় ভুক্তভোগী সূত্রে জানা যায়, ২৮ সেপ্টেম্বর গভীর রাতে প্রতিপক্ষ প্রিয়লাল হালদার (৬৬) নিকোলাজ হালদার(৩৮) এর নেতৃত্বে ১০-১২ জনের একটি দল একই গ্রামের প্রিয়মতি (৮০) বছরের এক বৃদ্ধাকে জমি বিক্রি করবে বলে শুনে উঁচু বাশ ও নেট দিয়ে শক্ত প্রাচীর নির্মাণ করে অবরুদ্ধ করে জমি দখল করে।
শ্রীমতির দুই পুত্র জীবন কৃষ্ণ বেপারী ও খোকন বেপারী ৮৭২ খতিয়ানের ৯৮৭,৯৮৮,১০৫৩,১০৫৪ নং দাগের সঞ্জয় শীল, গৌরাঙ্গ লাল হালদার, জীবন চন্দ্র শীল, সঞ্জয় কুমার শীলের কাছ থেকে প্রথমে ২০০৯ সালে পরে বাকী দুটি দলিল ২০১২ সালে সাব কবলা করে মিউটিউশন সহ হালনাগাদ মাঠ পর্চা করে ভোগ দখল করে আসেছেন। বৃদ্ধার দুই পুত্র ৬টি দলিলের মাধ্যমে ৫৯ শতাংশ জমি ক্রয় করেন। প্রিয়ালাল হালদার ও নিকোলাজ হালদার বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে জমি দখলের বিষয়ে বলেন তিনি তাদের সম্পত্তিতে বেড়া দিয়েছেন, কারণ জীবন কৃষ্ণ ও খোকন বেপারী যে কোন সময় জমি বিক্রি করে দিতে পারে তাই বেড়া দিয়ে রেখেছি যাতে কাস্টমার বুঝতে পারে এই সম্পত্তি নিয়ে ভেজাল আছে।এবং এই সম্পত্তি আমাদের ক্রয় করা।
প্রিয়লাল হালদার ও নিকোলাজ দখলীয় যে তিনটি দলিল প্রদর্শন করেন যার দাগ নম্বর ৭৪২,৭৪৮,৭৪৯,৭৬৬.কিন্তু তার সাথে জীবন কৃষ্ণ বেপারী ও খোকন বেপারীর ক্রয় কৃত সম্পত্তির কোন প্রকার মিল পাওয়া যায়নি।
এ বিষয়ে জীবন কৃষ্ণ বেপারী জানান, শুধুমাত্র আমাদের কে হয়রানি করার উদ্দেশ্যে বিক্রি করার মিথ্যা অজুহাত দেখিয়ে আমার বৃদ্ধ মাকে অবরুদ্ধ করে রেখেছেন।
তিনি এখন বাড়ি থেকে বের হতে পারছে না নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আনা নেওয়া সহ সকল প্রকার যোগাযোগ বন্ধ রয়েছে। এ বিষয়ে উজিরপুর মডেল থানার অফিসার্স ইনচার্জ আব্দুল সালাম জানান এ বিষয়ে কোন অভিযোগ পাননি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |