৭ July ২০২৫ Monday ৭:৪০:৫৯ PM | ![]() ![]() ![]() ![]() |
উজিরপুর ((বরিশাল) প্রতিনিধি:

উজিরপুরে জোর করে, সংখ্যালঘু পরিবারের জমি দখল করে গাছ কেটে নিয়েছে একদল দুষ্কৃতিকারী। সোমবার সকালে, বরিশাল জেলার উজিরপুর পৌরসভার অন্তর্গত, গার্লস স্কুল সংলগ্ন,ডাক্তার বাড়ি বলে খ্যাত প্রিয়লাল দাশ গুপ্তের বাড়ির জমির একাংশ জোর করে ভয় ভীতি দেখিয়ে দখল করে নেয় একদল ভূমিদস্যু।
ভুক্তভোগী সাবেক স্কুল শিক্ষক নবকুমার দাশগুপ্ত(ভাণু স্যার) এর সাথে কথা বলে জানা যায়,স্থানীয় বিএনপি’র নাম ভাঙ্গিয়ে আনোয়ার হোসেন, সাইফুল ইসলাম, মো: সিরাজুল ইসলাম ওরফে রাসেল হাওলাদার, এরা তিনজন গত কয়েক মাস যাবৎ তার পরিবারের সদস্যদের ওপর নানাবিধ ভয়ভীতি, হুমকি-ধমকি দিয়ে এই জমি দখলের চেষ্টা করে আসছে।
তারই ধারাবাহিকতায়, সোমবার সকাল ৭টা নাগাদ, ঐ চক্রটি স্থানীয় বিএনপির নাম ভাঙিয়ে প্রকাশ্যে উজিরপুরের ডাক্তার বাড়ি বলে খ্যাত প্রিয়লাল ডাক্তারের বাড়ির সীমানার অন্তর্গত জমিতে অবৈধভাবে প্রবেশ করে। বাধা দিতে গেলে খুন জখমের হুমকি দেয়। পরবর্তীতে তারা সম্পূর্ণ বেআইনিভাবে গাছ কাটে ও খুঁটি গেঁড়ে এবং বেড়া দিয়ে জমি দখল করে নেয়।
এই ঘটনা উজিরপুর মডেল থানার পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঘটনার সত্যতা পায়। পুলিশ আসার খবর জানতে পেরে ঐ কুচক্র মহল ঘটনাস্থল ত্যাগ করে।
উজিরপুর থানার ওসি, আব্দুস সালাম জানান, আমি ছুটি থেকে মাত্র এসেছি, ঘটনাস্থল পরিদর্শন করে, পুলিশের রিপোর্ট অনুসারে ব্যবস্থা নেয়া হবে।
এই ঘটনা পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দিন কে জানানো হলে, তিনি দ্রুত মামলা করার নির্দেশ দেন। তিনি বলেন, এই ঘটনা যাতে সঠিক বিচার পায়, সেটি নিশ্চিত করা হবে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |