“উগ্র সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়াও বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে রাজশাহীতে সাম্প্রদায়িকতা বিরোধী দিবসের মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বেলা ১২ টায় রাজশাহীর জিরো পয়েন্টে মানবন্ধনের আয়োজন করে ওয়ার্কার্স পাটি। এ সময় বক্তরা জানান উগ্র সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ওয়ার্কার্স পাটির মানববন্ধন রাজনীতিতে ধর্মের ব্যবহার ও ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ,
সাম্প্রদায়িক উসকানিদাতাদের গ্রেপ্তারের দাবিতে এবং মৌলবাদ ও সাম্প্রদায়িক শক্তি ও তাদের পৃষ্ঠপোষকদের প্রতিরোধের আহ্বান জানান।
মানবন্ধনে রাজশাহী মহানগরের ওয়ার্কার্স পাটির সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামানিক দেবুসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।